Ajker Patrika

বিচারকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৪৭
বিচারকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা সমিতির

সারা দেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি। 

আজ মঙ্গলবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ ও নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে। ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। 

জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত