নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ ও নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে। ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সারা দেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ ও নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে। ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
রাজধানীতে ছিঁচকে চোরের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা থেকে মব (উচ্ছৃঙ্খল জনতা) ঘটনা শুরু হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
২৯ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক...
৩ ঘণ্টা আগেবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগেচলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে