Ajker Patrika

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ওআইসির ১৬ দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাল ওআইসির ১৬ দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওআইসিভুক্ত ১৬টি দেশের রাষ্ট্রদূত। আজ গণভবনে ওআইসি এবং নিজ নিজ দেশের পক্ষে অভিনন্দন জানান তাঁরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে—ব্রুনেই, দারুসসালাম, মালয়েশিয়া, মিসর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 

বার্তায় জানানো হয়, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ওআইসির অভিনন্দন জানাতে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত