নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের তুলনায় রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চারগুণ ব্যয় হয়েছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে জবাব চান বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
এ বিদ্যুৎ কেন্দ্রটি তাঁর মন্ত্রণালয়ের অধীনে নয় উল্লেখ করে, এমন তথ্য না জানার কারণে রুমিনকে টিপ্পনি কাটেন প্রতিমন্ত্রী। তাঁকে সঠিক তথ্য জেনে প্রশ্ন করার পরামর্শ দেন নসরুল হামিদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ক প্রশ্নের জবাব দিতে গিয়ে টিপ্পনি কাটেন নসরুল হামিদ।
রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বলেন, ‘আমাদের মন্ত্রীরা অতীত নিয়ে আলোচনায় যত দক্ষ, যে জবাবদিহি আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তাঁরা ততটা দক্ষ নন।’ তিনি হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতি দিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণ খরচ ভারতের তুলনায় চারগুণ বেশি বলে জানান। সেটির কারণ জানতে চান। জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে কেন স্পট মার্কেট থেকে কেনার ঝুঁকি নেওয়া হলো সেটিরও কারণ জানতে চান রুমিন ফারহানা।
জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমি ওনাকে যতটুকু আধুনিক আশা করেছিলাম, তিনি ততটুকু আধুনিক নন। তাঁর তথ্য জানার জন্য যে ধরনের উপাত্ত থাকার দরকার সেটাও নাই। কারণ উনি বুঝতে পারছে না পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার মন্ত্রণালয়ের অধীনে না। প্রশ্নটা করা উচিত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে। আপনি বুঝতে পারছেন, সংসদ সদস্যরা কী পরিমাণ তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন করেন! সংসদ সদস্যকে অনুরোধ করব, উনি সঠিক তথ্য জেনে আসেন, কোন মন্ত্রণালয়ের জন্য কী প্রশ্ন করবেন!’
জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে স্পট মার্কেট থেকে কেনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েকবার আগে আমরা যখনই দীর্ঘমেয়াদি চুক্তি করেছি সকলেই মিলে সমালোচনা করেছেন। কেন স্পট মার্কেট থেকে ৫ ডলারে না কিনে, দীর্ঘমেয়াদে গেলাম। এখন আবার সেটাকে উল্টিয়ে বলতে চাচ্ছেন কেন আমরা দীর্ঘমেয়াদে গেলাম না।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
ভারতের তুলনায় রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চারগুণ ব্যয় হয়েছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে জবাব চান বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
এ বিদ্যুৎ কেন্দ্রটি তাঁর মন্ত্রণালয়ের অধীনে নয় উল্লেখ করে, এমন তথ্য না জানার কারণে রুমিনকে টিপ্পনি কাটেন প্রতিমন্ত্রী। তাঁকে সঠিক তথ্য জেনে প্রশ্ন করার পরামর্শ দেন নসরুল হামিদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ক প্রশ্নের জবাব দিতে গিয়ে টিপ্পনি কাটেন নসরুল হামিদ।
রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বলেন, ‘আমাদের মন্ত্রীরা অতীত নিয়ে আলোচনায় যত দক্ষ, যে জবাবদিহি আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তাঁরা ততটা দক্ষ নন।’ তিনি হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতি দিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণ খরচ ভারতের তুলনায় চারগুণ বেশি বলে জানান। সেটির কারণ জানতে চান। জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে কেন স্পট মার্কেট থেকে কেনার ঝুঁকি নেওয়া হলো সেটিরও কারণ জানতে চান রুমিন ফারহানা।
জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমি ওনাকে যতটুকু আধুনিক আশা করেছিলাম, তিনি ততটুকু আধুনিক নন। তাঁর তথ্য জানার জন্য যে ধরনের উপাত্ত থাকার দরকার সেটাও নাই। কারণ উনি বুঝতে পারছে না পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার মন্ত্রণালয়ের অধীনে না। প্রশ্নটা করা উচিত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে। আপনি বুঝতে পারছেন, সংসদ সদস্যরা কী পরিমাণ তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন করেন! সংসদ সদস্যকে অনুরোধ করব, উনি সঠিক তথ্য জেনে আসেন, কোন মন্ত্রণালয়ের জন্য কী প্রশ্ন করবেন!’
জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে স্পট মার্কেট থেকে কেনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েকবার আগে আমরা যখনই দীর্ঘমেয়াদি চুক্তি করেছি সকলেই মিলে সমালোচনা করেছেন। কেন স্পট মার্কেট থেকে ৫ ডলারে না কিনে, দীর্ঘমেয়াদে গেলাম। এখন আবার সেটাকে উল্টিয়ে বলতে চাচ্ছেন কেন আমরা দীর্ঘমেয়াদে গেলাম না।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৫ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৫ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৫ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৬ ঘণ্টা আগে