নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতিতে না ঢুকে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেম মাথায় রেখে কাজ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় নির্বাচন ভবনে।
বিএনপি বলছে এই বছরের মাঝামাঝি নির্বাচন, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্তব্য জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’
সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদম মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইমফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’
সিইসি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোক কাজ করবে। ইউএনডিপি আমাদের এই লজেস্টিক সাপোর্টটা দিচ্ছে। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আমরা ইউএনডিপির সাহায্য চাইব এবং আমরা আশা করব তারা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন’।
ভবিষ্যতে সহযোগিতা নেবেন বলছেন, সেটা কি ধরনের হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করতে গেলে কত রকমের জিনিস লাগে, নিড অ্যাসেসমেন্ট করে তারপর বলা যাবে।’
সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে, ভোটার তালিকা নিয়ে যে সন্দেহ আছে সেটি দূর হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা সন্দেহ দূর করার জন্যই তো এই কাজ করতেছি। লোকজনকে মাঠে নামাচ্ছি। আমরা আশাবাদী সব ধরনের সন্দেহ দূর হবে।’
সময়সীমার মধ্যে সব ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুরো তথ্য সংগ্রহ করা কি সম্ভব হবে, এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা ছয় মাসের জন্য পরিকল্পনা করেছি। এই ছয় মাসের মধ্যে আমাদের টার্গেট পূরণের সম্মিলিত প্রচেষ্টা থাকবে।’ মানুষ যাতে এই কাজে সহযোগিতা করে সে জন্য সিইসি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ভোটার প্রবৃদ্ধির হারটা কত, জানতে চাইলে তিনি বলেন, ‘১ দশমিক ৫ শতাংশ।’ তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করব। এটি কেন্দ্রীয়ভাবে, তারপর সারা দেশে শুরু হবে।’
এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজনীতিতে না ঢুকে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেম মাথায় রেখে কাজ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মন্তব্য করেন তিনি।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় নির্বাচন ভবনে।
বিএনপি বলছে এই বছরের মাঝামাঝি নির্বাচন, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্তব্য জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’
সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদম মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইমফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’
সিইসি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোক কাজ করবে। ইউএনডিপি আমাদের এই লজেস্টিক সাপোর্টটা দিচ্ছে। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আমরা ইউএনডিপির সাহায্য চাইব এবং আমরা আশা করব তারা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন’।
ভবিষ্যতে সহযোগিতা নেবেন বলছেন, সেটা কি ধরনের হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করতে গেলে কত রকমের জিনিস লাগে, নিড অ্যাসেসমেন্ট করে তারপর বলা যাবে।’
সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে, ভোটার তালিকা নিয়ে যে সন্দেহ আছে সেটি দূর হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা সন্দেহ দূর করার জন্যই তো এই কাজ করতেছি। লোকজনকে মাঠে নামাচ্ছি। আমরা আশাবাদী সব ধরনের সন্দেহ দূর হবে।’
সময়সীমার মধ্যে সব ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুরো তথ্য সংগ্রহ করা কি সম্ভব হবে, এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা ছয় মাসের জন্য পরিকল্পনা করেছি। এই ছয় মাসের মধ্যে আমাদের টার্গেট পূরণের সম্মিলিত প্রচেষ্টা থাকবে।’ মানুষ যাতে এই কাজে সহযোগিতা করে সে জন্য সিইসি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ভোটার প্রবৃদ্ধির হারটা কত, জানতে চাইলে তিনি বলেন, ‘১ দশমিক ৫ শতাংশ।’ তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করব। এটি কেন্দ্রীয়ভাবে, তারপর সারা দেশে শুরু হবে।’
এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা পৃথক রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিএনপির পক্ষ থেকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে বিএনপি
২ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটে একটি রেস্তোরাঁয় ঝড়ের গতিতে ১০-১২ জন যুবক ঢুকে পড়লেন। একজন ম্যানেজারকে বললেন, ‘তোরে না কইছি ভাই পাঠাইছে, আজকের মধ্যেই ব্যবস্থা কর। নইলে ঢাকা ছাড়।’ কয়েক দিন আগে রাত ৯টার দিকে হুমকি দেওয়ার সময় এ প্রতিবেদক সেখানে খাবার খাচ্ছিলেন...
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্র্যাটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে ছয় মাস আগে। তবে ওয়াশিংটনে পালাবদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান...
৫ ঘণ্টা আগেনবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
১৫ ঘণ্টা আগে