কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার আইরিন খান খসড়া সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) চূড়ান্ত করার আগে এর ত্রুটি সংশোধন করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারকে লেখা তাঁর ২৮ আগস্টের একটি চিঠি জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয় গতকাল বৃহস্পতিবার এক টুইটে প্রকাশ করেছে।
চিঠিটি কোথায় কার মাধ্যমে পাঠানো হয়েছে—এমন প্রশ্নে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজকের পত্রিকাকে বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য স্পেশাল র্যাপোর্টিয়ারের চিঠি জেনেভায় বাংলাদেশ মিশনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। যে চিঠির কথা বলা হচ্ছে, তা আইন মন্ত্রণালয়ের জন্য বলে তিনি জানান।
চিঠিতে আইরিন খান লিখেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক বিধান সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কমিশন আপত্তি জানিয়েছিল। কিন্তু নতুন সাইবার সিকিউরিটি আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ত্রুটি বহাল থাকায় তিনি চিঠিতে হতাশা ব্যক্ত করেন।
জাতিসংঘের বাংলাদেশি এই বিশেষজ্ঞ বলেন, বিশ্বব্যাপী স্বীকৃত মত প্রকাশের অনেক ব্যবস্থাকে সাইবার সিকিউরিটি আইনের খসড়ায় ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি দপ্তরকে ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা নতুন আইনের খসড়ায় বলা হয়েছে। বিচার বিভাগীয় কড়া নজরদারি না থাকলে এসব ক্ষমতার যথেচ্ছ অপব্যবহারের আশঙ্কা আছে।
সাইবার সিকিউরিটি আইনের খসড়াকে আন্তর্জাতিক আইনের মানে উন্নীত করার প্রস্তাব দিয়ে আইরিন খান বলেন, মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক বিধান (আইসিসিপিআর–ইন্টারন্যাশনাল কোভন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস) অনুযায়ী ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে মানুষের মত প্রকাশের অধিকার বৈধ। বাংলাদেশ সরকার ২০২০ সালের ৬ সেপ্টেম্বর আইসিসিপিআর মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই অঙ্গীকার মেনে চলতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু খসড়া সাইবার সিকিউরিটি আইনের কয়েকটি ধারা আইসিসিপিআরের অনেকগুলো বিধিবিধানের সরাসরি পরিপন্থী।
আইরিন খান মুক্তিযুদ্ধ, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কে সমালোচনামূলক মত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য না করে এ বিষয়গুলো সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন, যাতে মানুষ এসব বিষয়ে শ্রদ্ধার মনোভাব পোষণ করে। ব্যক্তির মানহানির ক্ষেত্রে কেবল সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মামলা দায়েরের বিধান আইনে রাখার পক্ষে মত দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো কিছু সরিয়ে নিতে হলে এবং সামাজিক মাধ্যমে কিছু বন্ধ করতে হলে তা কেবল উপযুক্ত আদালতের নির্দেশ অনুযায়ী হওয়া দরকার বলেও চিঠিতে উল্লেখ করেন আইরিন খান।
মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার আইরিন খান খসড়া সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) চূড়ান্ত করার আগে এর ত্রুটি সংশোধন করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারকে লেখা তাঁর ২৮ আগস্টের একটি চিঠি জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয় গতকাল বৃহস্পতিবার এক টুইটে প্রকাশ করেছে।
চিঠিটি কোথায় কার মাধ্যমে পাঠানো হয়েছে—এমন প্রশ্নে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজকের পত্রিকাকে বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য স্পেশাল র্যাপোর্টিয়ারের চিঠি জেনেভায় বাংলাদেশ মিশনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। যে চিঠির কথা বলা হচ্ছে, তা আইন মন্ত্রণালয়ের জন্য বলে তিনি জানান।
চিঠিতে আইরিন খান লিখেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক বিধান সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কমিশন আপত্তি জানিয়েছিল। কিন্তু নতুন সাইবার সিকিউরিটি আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক ত্রুটি বহাল থাকায় তিনি চিঠিতে হতাশা ব্যক্ত করেন।
জাতিসংঘের বাংলাদেশি এই বিশেষজ্ঞ বলেন, বিশ্বব্যাপী স্বীকৃত মত প্রকাশের অনেক ব্যবস্থাকে সাইবার সিকিউরিটি আইনের খসড়ায় ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি দপ্তরকে ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা নতুন আইনের খসড়ায় বলা হয়েছে। বিচার বিভাগীয় কড়া নজরদারি না থাকলে এসব ক্ষমতার যথেচ্ছ অপব্যবহারের আশঙ্কা আছে।
সাইবার সিকিউরিটি আইনের খসড়াকে আন্তর্জাতিক আইনের মানে উন্নীত করার প্রস্তাব দিয়ে আইরিন খান বলেন, মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক বিধান (আইসিসিপিআর–ইন্টারন্যাশনাল কোভন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস) অনুযায়ী ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে মানুষের মত প্রকাশের অধিকার বৈধ। বাংলাদেশ সরকার ২০২০ সালের ৬ সেপ্টেম্বর আইসিসিপিআর মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই অঙ্গীকার মেনে চলতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু খসড়া সাইবার সিকিউরিটি আইনের কয়েকটি ধারা আইসিসিপিআরের অনেকগুলো বিধিবিধানের সরাসরি পরিপন্থী।
আইরিন খান মুক্তিযুদ্ধ, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কে সমালোচনামূলক মত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য না করে এ বিষয়গুলো সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন, যাতে মানুষ এসব বিষয়ে শ্রদ্ধার মনোভাব পোষণ করে। ব্যক্তির মানহানির ক্ষেত্রে কেবল সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মামলা দায়েরের বিধান আইনে রাখার পক্ষে মত দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো কিছু সরিয়ে নিতে হলে এবং সামাজিক মাধ্যমে কিছু বন্ধ করতে হলে তা কেবল উপযুক্ত আদালতের নির্দেশ অনুযায়ী হওয়া দরকার বলেও চিঠিতে উল্লেখ করেন আইরিন খান।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা পৃথক রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিএনপির পক্ষ থেকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে বিএনপি
৩ ঘণ্টা আগেআমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই...
৪ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটে একটি রেস্তোরাঁয় ঝড়ের গতিতে ১০-১২ জন যুবক ঢুকে পড়লেন। একজন ম্যানেজারকে বললেন, ‘তোরে না কইছি ভাই পাঠাইছে, আজকের মধ্যেই ব্যবস্থা কর। নইলে ঢাকা ছাড়।’ কয়েক দিন আগে রাত ৯টার দিকে হুমকি দেওয়ার সময় এ প্রতিবেদক সেখানে খাবার খাচ্ছিলেন...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্র্যাটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে ছয় মাস আগে। তবে ওয়াশিংটনে পালাবদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান...
৬ ঘণ্টা আগে