অনলাইন ডেস্ক
জুলাই-আগস্টে গণহত্যা ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর জন্য দায়ীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে আজকের পত্রিকাকে সারা হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তারা (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান করেছে। সেখানে তারা বলেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধ হয়েছে।
এটার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষ নেতারা জড়িত ছিলেন। তাই জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শুধু বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়, যেকোনো রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে, আন্তর্জাতিক অপরাধ হয়েছে। তাই যেকোনো দেশে বিচার করা যাবে। আন্তর্জাতিক আদালতেও (আইসিসি) বিচার হতে পারে।
সারা হোসেন বলেন, তাদের (ওএইচসিএইচআর) সুপারিশ নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপ করে ঠিক করতে হবে যে রাষ্ট্র হিসেবে তাদের সুপারিশ আমরা গ্রহণ করব কি না? এই সংলাপে নাগরিক সমাজেরও অংশগ্রহণ থাকা উচিত। সবার সম্মতিতেই করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও জাতিসংঘের কাছ থেকে আমরা এ রকম প্রতিবেদন পাইনি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে এটি আমাদের নিতেই হবে। বাংলাদেশে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণ হিসেবে এটি নিতে পারবে। এগুলো ব্যবহার করে আরও গভীরভাবে তদন্ত করা যেতে পারে। অন্যান্য দেশেও নেওয়া যেতে পারে।
মিয়ানমারের উদাহরণ দিয়ে সারা হোসেন বলেন, মিয়ানমারে গণহত্যার ঘটনায় জাতিসংঘ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছিল। শেষে তা আইসিসি পর্যন্ত গিয়েছিল। তারা এগুলো আমলে নিয়েছিল। তাই বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে এই প্রতিবেদন অনেক গুরুত্বপূর্ণ। এটি পুরো জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। কারণ, এটি একটি নিরপেক্ষ জায়গা থেকে এসেছে।
সারা হোসেন বলেন, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত থাকবে। তবে প্রতিবেদনটি ভালোভাবে পড়ে আমরা এমন একটি জায়গায় আসতে পারি, সবাই স্বীকার করতে হবে যে, দেশে একটি গণহত্যা হয়েছিল জুলাই-আগস্টে। ভয়াবহ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটার জন্য অবশ্যই দায়ীদের বিচারের কাঠগড়ায় আনতে হবে।
জুলাই-আগস্টে গণহত্যা ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর জন্য দায়ীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে আজকের পত্রিকাকে সারা হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তারা (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান করেছে। সেখানে তারা বলেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধ হয়েছে।
এটার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষ নেতারা জড়িত ছিলেন। তাই জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শুধু বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়, যেকোনো রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে, আন্তর্জাতিক অপরাধ হয়েছে। তাই যেকোনো দেশে বিচার করা যাবে। আন্তর্জাতিক আদালতেও (আইসিসি) বিচার হতে পারে।
সারা হোসেন বলেন, তাদের (ওএইচসিএইচআর) সুপারিশ নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপ করে ঠিক করতে হবে যে রাষ্ট্র হিসেবে তাদের সুপারিশ আমরা গ্রহণ করব কি না? এই সংলাপে নাগরিক সমাজেরও অংশগ্রহণ থাকা উচিত। সবার সম্মতিতেই করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও জাতিসংঘের কাছ থেকে আমরা এ রকম প্রতিবেদন পাইনি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে এটি আমাদের নিতেই হবে। বাংলাদেশে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণ হিসেবে এটি নিতে পারবে। এগুলো ব্যবহার করে আরও গভীরভাবে তদন্ত করা যেতে পারে। অন্যান্য দেশেও নেওয়া যেতে পারে।
মিয়ানমারের উদাহরণ দিয়ে সারা হোসেন বলেন, মিয়ানমারে গণহত্যার ঘটনায় জাতিসংঘ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছিল। শেষে তা আইসিসি পর্যন্ত গিয়েছিল। তারা এগুলো আমলে নিয়েছিল। তাই বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে এই প্রতিবেদন অনেক গুরুত্বপূর্ণ। এটি পুরো জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। কারণ, এটি একটি নিরপেক্ষ জায়গা থেকে এসেছে।
সারা হোসেন বলেন, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত থাকবে। তবে প্রতিবেদনটি ভালোভাবে পড়ে আমরা এমন একটি জায়গায় আসতে পারি, সবাই স্বীকার করতে হবে যে, দেশে একটি গণহত্যা হয়েছিল জুলাই-আগস্টে। ভয়াবহ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটার জন্য অবশ্যই দায়ীদের বিচারের কাঠগড়ায় আনতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার কমিশনের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এ তথ্য নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগেমিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডেটাবেইস রয়েছে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে। সেই ডেটাবেইস নির্বাচন কমিশনকে ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর।
১ ঘণ্টা আগেগ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বেঞ্চ আগামী ২৩ এপ্রিল রায়ের দিন ধার্য করেছে। মামলাটি গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রত্যাহার করলেও ইউনূসের আইনজীবীরা অভিযোগের আইনি নিষ্পত্তি চান। এর আগে, হাইকো
২ ঘণ্টা আগেইসরায়েলি দখলদার বাহিনীর ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় অব্যাহত নির্বিচার বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অসহায় ফিলিস্তিনি জনগণের ওপর বিধ্বংসী পরিণতি ডেকে এনেছে। এ কারণে বাংলাদেশ এমন হামলার নিন্দা জানাচ্ছে...
২ ঘণ্টা আগে