নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানিতে হাইকোর্টে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রসঙ্গ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, ‘হাইকোর্টে মামলা শুনানির অপেক্ষায় থাকাবস্থায় বিচারিক আদালত বিচারকাজ পরিচালনা করছেন। বারবার বিষয়টি অবহিত করার পরও আমলে নিচ্ছেন না। অধস্তন আদালতের বিচারক এ ক্ষেত্রে ঔদ্ধত্য আচরণ করছেন।’
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘হাইকোর্টে মামলার ওপর কোনো স্থগিতাদেশ নেই। তাই বিচারাধীন আছে এসব বললে বিচারকাজ থেমে থাকবে না। একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই ভিসা নীতি দিয়েছে আমেরিকা। বাংলাদেশ ছাড়া কোনো দেশেরই বিচার বিভাগকে ভিসা নীতিতে সম্পৃক্ত করেনি। বিষয়টি মাথায় রাখতে হবে। পরে ৯ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
এর আগে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ মে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নাইকোর ঘটনায় ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুটি মামলা হয়। একটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, অন্যটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটি ২০১০ সালে হাইকোর্টে বাতিল হয়। অথচ বেগম জিয়ার মামলাটি এখনো চলছে। আমরা রিভিশন আবেদনে অভিযোগ গঠন বাতিল চেয়েছি।
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানিতে হাইকোর্টে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রসঙ্গ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, ‘হাইকোর্টে মামলা শুনানির অপেক্ষায় থাকাবস্থায় বিচারিক আদালত বিচারকাজ পরিচালনা করছেন। বারবার বিষয়টি অবহিত করার পরও আমলে নিচ্ছেন না। অধস্তন আদালতের বিচারক এ ক্ষেত্রে ঔদ্ধত্য আচরণ করছেন।’
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘হাইকোর্টে মামলার ওপর কোনো স্থগিতাদেশ নেই। তাই বিচারাধীন আছে এসব বললে বিচারকাজ থেমে থাকবে না। একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই ভিসা নীতি দিয়েছে আমেরিকা। বাংলাদেশ ছাড়া কোনো দেশেরই বিচার বিভাগকে ভিসা নীতিতে সম্পৃক্ত করেনি। বিষয়টি মাথায় রাখতে হবে। পরে ৯ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
এর আগে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ মে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নাইকোর ঘটনায় ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুটি মামলা হয়। একটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, অন্যটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটি ২০১০ সালে হাইকোর্টে বাতিল হয়। অথচ বেগম জিয়ার মামলাটি এখনো চলছে। আমরা রিভিশন আবেদনে অভিযোগ গঠন বাতিল চেয়েছি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
৪ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
৬ ঘণ্টা আগেব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
৭ ঘণ্টা আগেসরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৯ ঘণ্টা আগে