অনলাইন ডেস্ক
ঢাকা: বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হওয়া গণহত্যা নিয়ে ওয়েবসাইট চালু করায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত হিন্দুত্ববাদী সংগঠন 'দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন'কে(এইচএএফ) পাকিস্তান হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার(পিটিআই) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা নিয়ে 'বাঙালি হিন্দু জেনোসাইড' নামে একটি ওয়েবপেজ খুলেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দুত্ববাদী সংগঠন দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। এ নিয়ে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সংগঠনটিকে একটি চিঠি দিয়েছে। চিঠিটিতে ২৪ ঘণ্টার মধ্যে বাঙালি হিন্দু জেনোসাইড নামের ওয়েবপেজটি বন্ধ করে দিতে বলা হয়েছে।
চিঠিটিতে আরও বলা হয়েছে যে ওয়েবপেজটি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পাকিস্তানে বাঙালি হিন্দু জেনোসাইড নামের ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হবে।
দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে ১০ মাস ধরে চলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ২০ থেকে ৩০ লাখ মানুষ মারা যান। এ ছাড়া প্রায় দুই থেকে চার লাখ নারী ধর্ষণের শিকার হন এবং প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হন। যাদের মধ্যে বেশির ভাগই হিন্দু।
দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের মানবাধিকার বিভাগের পরিচালক দিপালি কুলকার্নি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিখ্যাত হিন্দুত্ববাদী সংগঠনকে পাকিস্তান সরকারের হুমকি থেকে বোঝা যাচ্ছে পাক সরকার হিন্দু এবং আমেরিকানবিরোধী।
এইচএএফ-এর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে এরই মধ্যে পাকিস্তান থেকে তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।
ঢাকা: বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হওয়া গণহত্যা নিয়ে ওয়েবসাইট চালু করায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত হিন্দুত্ববাদী সংগঠন 'দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন'কে(এইচএএফ) পাকিস্তান হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার(পিটিআই) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা নিয়ে 'বাঙালি হিন্দু জেনোসাইড' নামে একটি ওয়েবপেজ খুলেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্দুত্ববাদী সংগঠন দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। এ নিয়ে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সংগঠনটিকে একটি চিঠি দিয়েছে। চিঠিটিতে ২৪ ঘণ্টার মধ্যে বাঙালি হিন্দু জেনোসাইড নামের ওয়েবপেজটি বন্ধ করে দিতে বলা হয়েছে।
চিঠিটিতে আরও বলা হয়েছে যে ওয়েবপেজটি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পাকিস্তানে বাঙালি হিন্দু জেনোসাইড নামের ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হবে।
দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে ১০ মাস ধরে চলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ২০ থেকে ৩০ লাখ মানুষ মারা যান। এ ছাড়া প্রায় দুই থেকে চার লাখ নারী ধর্ষণের শিকার হন এবং প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হন। যাদের মধ্যে বেশির ভাগই হিন্দু।
দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের মানবাধিকার বিভাগের পরিচালক দিপালি কুলকার্নি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিখ্যাত হিন্দুত্ববাদী সংগঠনকে পাকিস্তান সরকারের হুমকি থেকে বোঝা যাচ্ছে পাক সরকার হিন্দু এবং আমেরিকানবিরোধী।
এইচএএফ-এর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে এরই মধ্যে পাকিস্তান থেকে তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
২ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
৩ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
৩ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪ ঘণ্টা আগে