Ajker Patrika

ড. ইউনূসকে ‘দি ট্রি অব পিস’ পুরস্কার দিয়েছে ইউনেসকো: ইউনূস সেন্টার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫: ৫৫
ড. ইউনূসকে ‘দি ট্রি অব পিস’ পুরস্কার দিয়েছে ইউনেসকো: ইউনূস সেন্টার

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো থেকে ‘দি ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত একাদশ গ্লোবাল বাকু সম্মেলনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় বলে ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ হয় বাকু ফোরামে, যার আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার। গত মার্চ ১৪-১৬ আজারবাইজানের বাকুতে এই সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ‘Fixing the Fractured World’। সম্মেলনে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক নেতৃবৃন্দ, বহু রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বর্তমান ও প্রাক্তন প্রধান ও নোবেল বিজয়ীরাসহ প্রায় ৪০০ বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। 

ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ গ্লোবাল বাকু কনফারেন্সে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দিলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁর অসামান্য, অন্তর্দৃষ্টিমূলক বক্তৃতায় তিনি প্রতিটি মানুষের উদ্যোক্তা-শক্তিকে বিকশিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ কেন্দ্রীকরণের বিপরীত প্রবাহ সৃষ্টি করতে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কমিউনিটিগুলোকে নিজ নিজ সমস্যার সমাধানকল্পে ক্ষমতায়িত করার আহ্বান জানান।

একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেবরেইসুসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে আলোচনারত নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে তাঁরা মহামিরী-পরবর্তী স্বাস্থ্যসেবা এবং মাঠ পর্যায়ের অন্যান্য স্বাস্থ্যসেবা সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকারসমূহ নিয়ে আলোচনা করেন।এতে আরও বলা হয়, ‘ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃত হিসেবে এ দুটি ক্ষেত্রে তাঁর বিপুল অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি একটি তিন শূন্য—অর্থাৎ শূন্য নিট কার্বন নিঃসারণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীকে পুনর্গঠিত করতে উদ্ভাবনমূলক সমাধান ও সহযোগিতামূলক কর্মকাণ্ডের ওপর জোর দেন।

একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে প্রফেসর ইউনূসকে ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের সমাপনী নৈশভোজে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদেরস আধানম গেবরেইয়েসুস, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী, রবার্ট এফ কেনেডি হিউমান রাইটসের প্রেসিডেন্ট মিস কেরি কেনেডিসহ বহু খ্যাতিমান ব্যক্তি সম্মেলনে যোগ দেন।

আজারবাইজানের প্রধানমন্ত্রী মি. আলী আসাদভ প্রফেসর ইউনূসকে তাঁর কার্যালয়ে অভ্যর্থনা জানান। তাঁদের বৈঠকে প্রধানমন্ত্রী আজারবাইজান স্টেট ইকোনমিক ইউনিভার্সিটিতে অবস্থিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মাধ্যমে প্রফেসর ইউনূসের উদ্যোগগুলি ছাড়াও আজারবাইজানে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন।ফোরামে বিশিষ্ট নেতৃবৃন্দ ও নোবেল লরিয়েটগণের উপস্থিতি পৃথিবীর সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলি যেমন দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবায় অধিকার, টেকসই পরিবেশ নিশ্চিত করা ইত্যাদি ক্ষেত্রে সমন্বিত কর্মপ্রচেষ্টার গুরুত্ব বহন করে।

সম্মেলন চলাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেবরেইসুস ও ইউএনএআইডিএসের নির্বাহী পরিচালক ও জাতিসংঘের অন্যতম আন্ডার সেক্রেটারি জেনারেল ড. উইনি বিয়ানইমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এই বৈঠকগুলোতে তাঁরা মহামারি-পরবর্তী স্বাস্থ্যসেবা এবং মাঠ পর্যায়ের অন্যান্য স্বাস্থ্যসেবা সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকারসমূহ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া রবার্ট এফ কেনেডি হিউমান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির সঙ্গে একটি তিন শূন্যর পৃথিবী গড়ে তুলতে ইউনূসের রূপকল্প নিয়ে এক ফায়ারসাইড চ্যাটে অংশ নেন ইউনূস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বাকুতে অবস্থানকালে আজারবাইজানের প্রধানমন্ত্রী মি. আলী আসাদভের আমন্ত্রণে ইউনূস আজারবাইজান সরকারপ্রধানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রী আজারবাইজানের বিশ্ববিদ্যালয়সমূহে প্রফেসর ইউনূসের কর্মসূচিগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া প্রফেসর ইউনূস আজারবাইজান স্টেট ইকোনমিক ইউনিভার্সিটিতে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের নয়নাভিরাম কার্যালয় উদ্বোধন করেন।

আইসল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট (১৯৯৬—২০১৬) ওলাফুর রাগনার গ্রিমসন বাকুতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে মি. ওলাফুর ২০০৮ সালে তাঁর বাংলাদেশ সফরের সময় প্রফেসর ইউনূসের অফিসে তাঁদের বৈঠকের কথা স্মরণ করেন। তিনি প্রফেসর ইউনূসকে আইসল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবার জন্য আমন্ত্রণ জানানআজারবাইজান স্টেট ইকোনমিক ইউনিভার্সিটিতে ইতিমধ্যে সামাজিক ব্যবসা কোর্স চালু করা হয়েছে এবং সামাজিক ব্যবসার ওপর বিভিন্ন কর্মশালা পরিচালনা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মুক্ত আলোচনায় অংশ নেন, যেখানে বিশ্ববিদ্যালয়টির রেক্টর প্রফেসর আদালাত মুরাদভ ছাড়াও ইন্টারন্যাশনাল ইউরেশিয়া প্রেস ফান্ডের চেয়ারম্যান মি. উমুদ মির্জায়েভ এবং আজারবাইজানের খ্যাতিমান লেখক মি. চিংগিস আবদুল্লায়েভ যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত