Ajker Patrika

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭: ৫৬
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৫ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ দেওয়া হচ্ছে। অমর একুশে বইমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২-এর সদস্যদের সম্মতিতে একাডেমির নির্বাহী পরিষদ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণার অনুমোদন দেওয়া হয় বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এবার যারা পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন-কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত