নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তনসংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ মন্তব্য করেন।
ঈদে কোনো নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘প্রতিবার ঈদের সময় যে নিরাপত্তাব্যবস্থাগুলো নেওয়া হয়, তার সবগুলোই এবার নেওয়া হবে। আমরা সতর্ক থাকব যেন কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে।’
কোনো হুমকি আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে, সবকিছু সে রকমই আছে।’
পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশকে নিরাপত্তা দিতে পারছে না। কেউ কেউ জরুরি অবস্থা জারির কথা বলছেন। সেনাবাহিনীই সবকিছু দেখবে। এ ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না— জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু–একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই।’
নাসিমুল গনি আরও বলেন, ‘আমরা যেভাবে কাজ করছি, সেটা জারি রাখব। সেভাবেই চলতে থাকবে।’
ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি। মানুষের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে, তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে। আমার দুজন অফিসার সারা রাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি, যে স্থিতিশীলতা আছে, সেটা যেন অব্যাহত থাকে।’
অবৈধভাবে অস্ট্রেলিয়ায় গমনের বিষয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘অনেকে ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন। সে দেশের বর্ডার গার্ড বিভাগের কর্মরতরা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আটকে রেখেছেন। তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি, তা আমরা নিশ্চিত নই। তবে তাদের বায়োমেট্রিক অন্যান্য তথ্য সে দেশ থেকে পাঠানোর পর যাচাই-বাছাই করে তারা বাংলাদেশি হলে ফেরত আনা হবে।’
নাসিমুল গনি জানান, অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করা হয়েছে। তবে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে, সে-সংক্রান্ত কোনো তথ্য তিনি জানাননি।
ঈদের পর বাংলাদেশিরা দেশে থেকে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়ার সরকার এ দেশে ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। ঈদের পর তা চালু হবে। আগে বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার ভিসা করতে হলে দিল্লি যেতে হতো। এখন নিজ দেশ থেকেই আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হুয়াইটচার্জ।
দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তনসংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ মন্তব্য করেন।
ঈদে কোনো নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘প্রতিবার ঈদের সময় যে নিরাপত্তাব্যবস্থাগুলো নেওয়া হয়, তার সবগুলোই এবার নেওয়া হবে। আমরা সতর্ক থাকব যেন কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে।’
কোনো হুমকি আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে, সবকিছু সে রকমই আছে।’
পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশকে নিরাপত্তা দিতে পারছে না। কেউ কেউ জরুরি অবস্থা জারির কথা বলছেন। সেনাবাহিনীই সবকিছু দেখবে। এ ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না— জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু–একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই।’
নাসিমুল গনি আরও বলেন, ‘আমরা যেভাবে কাজ করছি, সেটা জারি রাখব। সেভাবেই চলতে থাকবে।’
ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি। মানুষের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে, তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে। আমার দুজন অফিসার সারা রাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি, যে স্থিতিশীলতা আছে, সেটা যেন অব্যাহত থাকে।’
অবৈধভাবে অস্ট্রেলিয়ায় গমনের বিষয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘অনেকে ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন। সে দেশের বর্ডার গার্ড বিভাগের কর্মরতরা অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আটকে রেখেছেন। তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি, তা আমরা নিশ্চিত নই। তবে তাদের বায়োমেট্রিক অন্যান্য তথ্য সে দেশ থেকে পাঠানোর পর যাচাই-বাছাই করে তারা বাংলাদেশি হলে ফেরত আনা হবে।’
নাসিমুল গনি জানান, অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করা হয়েছে। তবে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে, সে-সংক্রান্ত কোনো তথ্য তিনি জানাননি।
ঈদের পর বাংলাদেশিরা দেশে থেকে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়ার সরকার এ দেশে ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। ঈদের পর তা চালু হবে। আগে বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার ভিসা করতে হলে দিল্লি যেতে হতো। এখন নিজ দেশ থেকেই আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হুয়াইটচার্জ।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ,উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।
৩ ঘণ্টা আগেজাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ,উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।
৩ ঘণ্টা আগেরোববার রাজধানী ঢাকা থেকে তারাকান্দাগামী ৭৩৫ / ৭৩৬ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ঠিকাদার মেসার্স টিপ টপ ক্যাটারারর্স এর ম্যানেজার টাকার বিনিময়ে খাবার গাড়িতে অবৈধভাবে টিকিটবিহীন যাত্রী ওঠায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজারসহ জড়িতদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তী
১৫ ঘণ্টা আগেরোহিঙ্গাদের প্রত্যাবর্তনে চীন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। আজ রোববার দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে