ঈদের আগে শ্রমিক ছাঁটাই করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭: ১২
Thumbnail image

ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মালিক, শ্রমিক ও শিল্প পুলিশের সমন্বয় বৈঠকে পর এই সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা। ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়নি সেগুলো সমাধানের বিষয় আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আশা করি আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

মালিক, শ্রমিক এবং শিল্প পুলিশের সমন্বয় বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। ছবি: আজকের পত্রিকাপ্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন, তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত