নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। আজ সোমবার সকাল ৯টা ২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।’
ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল বলেও জানান এই আবহাওয়াবিদ।
সামাজিক যোগযোগ মাধ্যমে চট্টগ্রাম ও রাজধানী ঢাকার বাসিন্দারা ভূমিকম্প টের পেয়েছেন বলে সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে জানা গেছে, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। বঙ্গোপসাগর থেকে ভূমিকম্পনের উৎপত্তি হয়। গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়।’
এই কম্পনে দেশের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। আজ সোমবার সকাল ৯টা ২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।’
ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল বলেও জানান এই আবহাওয়াবিদ।
সামাজিক যোগযোগ মাধ্যমে চট্টগ্রাম ও রাজধানী ঢাকার বাসিন্দারা ভূমিকম্প টের পেয়েছেন বলে সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে জানা গেছে, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। বঙ্গোপসাগর থেকে ভূমিকম্পনের উৎপত্তি হয়। গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়।’
এই কম্পনে দেশের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
৬ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
৮ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
৮ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯ ঘণ্টা আগে