আগ্নেয়াস্ত্র ও নাশকতার পণ্যের চালান ঠেকাতে ভারতকে বাংলাদেশের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৪: ০৬
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে- ভারত থেকে এমন পণ্যের চোরাচালান বন্ধে জোরদার পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 

গত শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে এ অনুরোধ করা হয়। এ বিষয়ে ভারত সহযোগিতা করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠক শেষে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে, এমন তথ্য দিয়ে ভারতকে ওই অনুরোধ করা হয় বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত