Ajker Patrika

দুর্গাপূজার ছুটি বাড়ছে ১ দিন, আজই প্রজ্ঞাপন জারি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২: ৩৫
দুর্গাপূজার ছুটি বাড়ছে ১ দিন, আজই প্রজ্ঞাপন জারি: মাহফুজ আলম

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মাহফুজ আলম। 

তিনি বলেন, অনেক দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদ্‌যাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার আমরা এক দিন ছুটি বাড়িয়ে দেব। যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদ্‌যাপনের জন্য। 

মাহফুজ আলম আরও বলেন, সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে পূজার ছুটি এক দিন বাড়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত