ঢাবি প্রতিনিধি
আগামীকাল শনিবার থেকে প্রতি সপ্তাহে ছাত্র আন্দোলনে শহীদ ২০০ পরিবারকে সহায়তা দেওয়া হবে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
আজ শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সারজিস। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে বলে জানানো হয়।
সারজিস বলেন, আগামীকাল (শনিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঢাকা থেকে আপাতত এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।
হতাহতের পরিসংখ্যান সম্পর্কে সারজিস বলেন, অনানুষ্ঠানিকভাবে ২৪ হাজার আহতের তালিকা রয়েছে এবং নিহত ১ হাজার ৬০০–এর বেশি। যাচাই করা হচ্ছে বারবার। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে, তাদের মাধ্যমে ডিল করা হবে।
প্রত্যেক শহীদ পরিবারকে পাঁচ লাখ ও আহতদের এক লাখ করে টাকা দেওয়া হবে। এ ছাড়া সহায়তার ক্ষেত্রে বড় তহবিলগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে বলে জানান সারজিস।
আগামীকাল শনিবার থেকে প্রতি সপ্তাহে ছাত্র আন্দোলনে শহীদ ২০০ পরিবারকে সহায়তা দেওয়া হবে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
আজ শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সারজিস। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে বলে জানানো হয়।
সারজিস বলেন, আগামীকাল (শনিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঢাকা থেকে আপাতত এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।
হতাহতের পরিসংখ্যান সম্পর্কে সারজিস বলেন, অনানুষ্ঠানিকভাবে ২৪ হাজার আহতের তালিকা রয়েছে এবং নিহত ১ হাজার ৬০০–এর বেশি। যাচাই করা হচ্ছে বারবার। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে, তাদের মাধ্যমে ডিল করা হবে।
প্রত্যেক শহীদ পরিবারকে পাঁচ লাখ ও আহতদের এক লাখ করে টাকা দেওয়া হবে। এ ছাড়া সহায়তার ক্ষেত্রে বড় তহবিলগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে বলে জানান সারজিস।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৪ ঘণ্টা আগে