কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রসচিব পর্যায়ের নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করতে মরিশাসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মরিশাসে সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যালান গানুর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি মরিশাস সফরে রয়েছেন মাসুদ বিন মোমেন। এ সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে প্লেইন ভার্তের একটি সড়ক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’-এর নামে করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের সরকারি সফর বিনিময় এবং ব্যবসায়ীদের মধ্যে সফর বিনিময় দুই দেশের বিভিন্ন খাতে সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে বলেও একমত হয় দুই পক্ষ।
বৈঠকে দুই দেশের মধ্যে এফওসির গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব। অ্যালান গানুকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশে এসে এ-সংক্রান্ত সমঝোতা সইয়ের প্রস্তাব দেন মাসুদ বিন মোমেন। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনাসহ নতুন ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সহযোগিতার পথ খুলবে বলে জানান পররাষ্ট্রসচিব। বৈঠকে বাকি থাকা চুক্তি ও সমঝোতাগুলো সম্পন্ন করার বিষয়ে জোর দেয় দুই পক্ষ।
বৈঠকে পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রসচিব। এ জন্য বাংলাদেশে একটি কনস্যুলার কার্যালয় খোলার প্রস্তাব করেন অথবা অনলাইনে ভিসা আবেদনের সুযোগ তৈরি করতে বলেন তিনি। আর পর্যটনের উন্নয়নের জন্য সরাসরি যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন মাসুদ বিন মোমেন। এ জন্য সরাসরি ফ্লাইট চালুর জন্য চুক্তির প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে মরিশাসে থাকা বাংলাদেশি শ্রমিকদের করোনা টিকার ব্যবস্থা করায় মরিশাস সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রসচিব। মরিশাসের পক্ষ থেকে অ্যালান গানু বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করতে মরিশাসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মরিশাসে সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যালান গানুর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি মরিশাস সফরে রয়েছেন মাসুদ বিন মোমেন। এ সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে প্লেইন ভার্তের একটি সড়ক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’-এর নামে করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের সরকারি সফর বিনিময় এবং ব্যবসায়ীদের মধ্যে সফর বিনিময় দুই দেশের বিভিন্ন খাতে সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে বলেও একমত হয় দুই পক্ষ।
বৈঠকে দুই দেশের মধ্যে এফওসির গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব। অ্যালান গানুকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশে এসে এ-সংক্রান্ত সমঝোতা সইয়ের প্রস্তাব দেন মাসুদ বিন মোমেন। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনাসহ নতুন ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সহযোগিতার পথ খুলবে বলে জানান পররাষ্ট্রসচিব। বৈঠকে বাকি থাকা চুক্তি ও সমঝোতাগুলো সম্পন্ন করার বিষয়ে জোর দেয় দুই পক্ষ।
বৈঠকে পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রসচিব। এ জন্য বাংলাদেশে একটি কনস্যুলার কার্যালয় খোলার প্রস্তাব করেন অথবা অনলাইনে ভিসা আবেদনের সুযোগ তৈরি করতে বলেন তিনি। আর পর্যটনের উন্নয়নের জন্য সরাসরি যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন মাসুদ বিন মোমেন। এ জন্য সরাসরি ফ্লাইট চালুর জন্য চুক্তির প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে মরিশাসে থাকা বাংলাদেশি শ্রমিকদের করোনা টিকার ব্যবস্থা করায় মরিশাস সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রসচিব। মরিশাসের পক্ষ থেকে অ্যালান গানু বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৯ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১২ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১৩ ঘণ্টা আগে