Ajker Patrika

আইওআইয়ে বাংলাদেশি তরুণ সৌম্যের স্বর্ণপদক জয়, উপদেষ্টা নাহিদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৪৪
আইওআইয়ে বাংলাদেশি তরুণ সৌম্যের স্বর্ণপদক জয়, উপদেষ্টা নাহিদের অভিনন্দন

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) স্বর্ণপদক জিতেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দেবজ্যোতি দাস সৌম্য। আইওআইতে বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্যসহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বাড়িয়েছে। আমি এই অর্জনে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের তরুণেরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও আগ্রহী, এটাই তার প্রমাণ।’ 

সেই সঙ্গে দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। 

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন, যা ২০০৪ সালের পর বাংলাদেশের প্রথম স্বর্ণজয়। এ ছাড়া বাংলাদেশের পক্ষে দুটি ব্রোঞ্জ জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুরজা। 

উল্লেখ্য, আইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইস্কুল ইনফরমেটিক্স (কম্পিউটার সায়েন্স) প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে। তাই আইওআইয়ের বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। 

এবারের ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে ১ থেকে ৮ সেপ্টেম্বর। ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার আরব অ্যাকাডেমি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে বসেছে এবারের আসর। 

অলিম্পিয়াডের এবারের পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ দলের চার সদস্য। দলে আছে দেবজ্যোতি দাস সৌম্য, জারিফ রহমান, আকিব আজমাইন তূর্য ও দেশ আচার্য। দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক এম সোহেল রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিট কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস

‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইডে গেলি ক্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত