নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। অবস্থানও স্পষ্ট করেনি। সূত্র বলেছে, এই ইস্যুতে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন না পাওয়ায় সরকার সিদ্ধান্তহীনতায় রয়েছে।
বিএনপির নেতারা গতকাল স্পষ্টই বলেছেন, এখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। নির্বাচনও বিলম্বিত হবে। সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকেও এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে একই অবস্থান স্পষ্ট হয়েছে।
অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রপতির থাকা না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে রাজনৈতিক সমঝোতায়।
অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র বলেছে, রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে গতকাল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার একাধিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক এবং আলাপ-আলোচনা হয়েছে। বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তেমন সমর্থন পাওয়া যায়নি; বরং তাঁরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট দেখা দেবে। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হতে পারে। কোনো কোনো রাজনৈতিক দল এই উদ্যোগের পেছনে ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। পরে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পাননি। রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে গত সোমবার তাঁর বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে অন্তর্বর্তী সরকার একমত। আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। একই দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায়। একই দাবিতে সংগঠনটি দেশের বিভিন্ন স্থানেও সমাবেশ ও বিক্ষোভ করে। দুপুরের পর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে কয়েকটি সংগঠন। কয়েক শ বিক্ষোভকারীর মধ্যে একাংশ রাত আটটার দিকে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে সেনাসদস্যরা পরিস্থিতি শান্ত করেন। রাত দুইটার দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের সড়ক ছেড়ে যায়।
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মঙ্গলবার উত্তেজনা, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হলেও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো কোনো কথা বলেনি। ঘটনাক্রমে মনে হচ্ছিল, রাষ্ট্রপতির সরে যাওয়া সময়ের ব্যাপার। তবে গতকাল পরিস্থিতি ছিল অন্য রকম। দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করলেও রাজধানীতে কোনো বিক্ষোভ হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
দুপুর ১২টার দিকে বৈঠক শেষে রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, দেশে যেন নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’
বিএনপির তিন নেতা বৈঠক করে যমুনা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বের হন।
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে হেলেন লাফেভের সাক্ষাতের কোনো যোগসূত্র আছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গত তিন মাসে কমপক্ষে ৪০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা এখানে এসেছেন। এটা তো রুটিন মিটিংয়ের বিষয়। প্রতিটি মিটিং যখনই হয়, আমরা আপনাদের জানিয়েছি।’
বেলা আড়াইটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমদ বলেন, এ মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে—এটা জাতির কাম্য নয়। তিনি বলেন, রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়া কিংবা কণ্টকাকীর্ণ হওয়া—সেটা জাতির কাম্য হতে পারে না।
সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে। সভাসূত্র জানায়, রাষ্ট্রপতির পদ থেকে এখনই সাহাবুদ্দিনের অপসারণ না করার পক্ষে বিএনপি। সভায় এমন সিদ্ধান্তই হয়েছে। নেতারা মনে করছেন, হঠাৎ করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবির পেছনে দুরভিসন্ধি রয়েছে। মঙ্গলবারও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকেও এমন মত এসেছে; যা তাঁরা গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানিয়ে এসেছেন।
সচিবালয়ে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন এ মুহূর্তে আইনি বা সাংবিধানিক কোনো প্রশ্ন নয়। এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে।’
তবে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে এসেছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে।’
সূত্র বলেছে, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল অনানুষ্ঠানিক আলাপ করেছেন অন্তর্বর্তী সরকারের কেউ কেউ। তবে বিষয়টি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি।
রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজকের পত্রিকাকে বলেন, সরকার যেহেতু সংবিধানের মধ্যে থাকতে চাইছে, সে ক্ষেত্রে এটা নিয়ে কোনো হইচই না করাই ভালো।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনাকে অপ্রয়োজনীয় মনে করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের পথে এগোবে, এটাকে আমরা প্রধান অ্যাজেন্ডা মনে করি। পদত্যাগ করা না করা, এ নিয়ে রাষ্ট্রপতি সর্বশেষ যে বক্তব্য (বঙ্গভবনের ব্যাখ্যা) দিয়েছেন, তাতে এই আলোচনাকে অপ্রয়োজনীয় বলে মনে করি।’
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। অবস্থানও স্পষ্ট করেনি। সূত্র বলেছে, এই ইস্যুতে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন না পাওয়ায় সরকার সিদ্ধান্তহীনতায় রয়েছে।
বিএনপির নেতারা গতকাল স্পষ্টই বলেছেন, এখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। নির্বাচনও বিলম্বিত হবে। সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকেও এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে একই অবস্থান স্পষ্ট হয়েছে।
অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রপতির থাকা না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে রাজনৈতিক সমঝোতায়।
অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র বলেছে, রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে গতকাল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার একাধিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক এবং আলাপ-আলোচনা হয়েছে। বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তেমন সমর্থন পাওয়া যায়নি; বরং তাঁরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট দেখা দেবে। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হতে পারে। কোনো কোনো রাজনৈতিক দল এই উদ্যোগের পেছনে ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। পরে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পাননি। রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে গত সোমবার তাঁর বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে অন্তর্বর্তী সরকার একমত। আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। একই দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায়। একই দাবিতে সংগঠনটি দেশের বিভিন্ন স্থানেও সমাবেশ ও বিক্ষোভ করে। দুপুরের পর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে কয়েকটি সংগঠন। কয়েক শ বিক্ষোভকারীর মধ্যে একাংশ রাত আটটার দিকে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে সেনাসদস্যরা পরিস্থিতি শান্ত করেন। রাত দুইটার দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের সড়ক ছেড়ে যায়।
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মঙ্গলবার উত্তেজনা, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হলেও বিএনপিসহ রাজনৈতিক দলগুলো কোনো কথা বলেনি। ঘটনাক্রমে মনে হচ্ছিল, রাষ্ট্রপতির সরে যাওয়া সময়ের ব্যাপার। তবে গতকাল পরিস্থিতি ছিল অন্য রকম। দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করলেও রাজধানীতে কোনো বিক্ষোভ হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
দুপুর ১২টার দিকে বৈঠক শেষে রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, দেশে যেন নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’
বিএনপির তিন নেতা বৈঠক করে যমুনা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বের হন।
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে হেলেন লাফেভের সাক্ষাতের কোনো যোগসূত্র আছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গত তিন মাসে কমপক্ষে ৪০টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা এখানে এসেছেন। এটা তো রুটিন মিটিংয়ের বিষয়। প্রতিটি মিটিং যখনই হয়, আমরা আপনাদের জানিয়েছি।’
বেলা আড়াইটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমদ বলেন, এ মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে—এটা জাতির কাম্য নয়। তিনি বলেন, রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়া কিংবা কণ্টকাকীর্ণ হওয়া—সেটা জাতির কাম্য হতে পারে না।
সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে। সভাসূত্র জানায়, রাষ্ট্রপতির পদ থেকে এখনই সাহাবুদ্দিনের অপসারণ না করার পক্ষে বিএনপি। সভায় এমন সিদ্ধান্তই হয়েছে। নেতারা মনে করছেন, হঠাৎ করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবির পেছনে দুরভিসন্ধি রয়েছে। মঙ্গলবারও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকেও এমন মত এসেছে; যা তাঁরা গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানিয়ে এসেছেন।
সচিবালয়ে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন এ মুহূর্তে আইনি বা সাংবিধানিক কোনো প্রশ্ন নয়। এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে।’
তবে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে এসেছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে।’
সূত্র বলেছে, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল অনানুষ্ঠানিক আলাপ করেছেন অন্তর্বর্তী সরকারের কেউ কেউ। তবে বিষয়টি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি।
রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজকের পত্রিকাকে বলেন, সরকার যেহেতু সংবিধানের মধ্যে থাকতে চাইছে, সে ক্ষেত্রে এটা নিয়ে কোনো হইচই না করাই ভালো।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনাকে অপ্রয়োজনীয় মনে করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের পথে এগোবে, এটাকে আমরা প্রধান অ্যাজেন্ডা মনে করি। পদত্যাগ করা না করা, এ নিয়ে রাষ্ট্রপতি সর্বশেষ যে বক্তব্য (বঙ্গভবনের ব্যাখ্যা) দিয়েছেন, তাতে এই আলোচনাকে অপ্রয়োজনীয় বলে মনে করি।’
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
৩৫ মিনিট আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১১ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১২ ঘণ্টা আগে