বিশেষ প্রতিনিধি, ঢাকা
বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।
বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।
২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১ ঘণ্টা আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
৪ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
৫ ঘণ্টা আগে