নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানি লন্ডারিং মামলায় আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাক্ষ্যতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ওই আমেরিকার গোয়েন্দার সাক্ষ্যতে কিন্তু তারেক জিয়ার সাজাও হয়েছে। তারপরও এদের লজ্জা নাই। এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে নিয়ে আসে, তার ঠিক নাই।’
আজ শনিবার টুঙ্গিপাড়ার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘এই যে মানি লন্ডারিং (তারেক রহমানের), এইটা আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই, তারাই খুঁজে বের করেছে এবং তারাই সাক্ষ্য দিয়ে গেছে। আসলে বিএনপির, যেহেতু বিএনপির সামনে কোনো নেতৃত্ব নাই। ওরা নির্বাচন করবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চক্রান্ত এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো আছে। এটা দুই রকম—একটা হচ্ছে খুনিরা এবং তাদের দোসর, যুদ্ধাপরাধীরা যাদের বিচার করেছিলাম, তাদের একটা চক্রান্ত আছে। আন্তর্জাতিক পর্যায়েও চক্রান্ত আছে।’
মুসলিম দেশের মেয়ে পাঁচ-পাঁচবার ক্ষমতায় আসায় অনেকে ষড়যন্ত্র করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ মুসলমান। একটি মুসলিম দেশের মেয়ে হয়ে পাঁচ-পাঁচবার ক্ষমতায় আসল—এটাও অনেক দেশের পছন্দ না। ষড়যন্ত্রটা এই জন্য আমাদের ভৌগোলিক অবস্থানটা এ রকম। আমাদের দেশটার ওপর অনেকের নজর আছে। এখানে বসে অন্য দেশের ওপর কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কোনো দেশে বিমান হামলা করবে—এটা তো আমি মেনে নেব না। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ, স্বাধীনভাবে চলব। দেশ ছোট কিন্তু জনসংখ্যা আছে। জনগণ হচ্ছে বড় শক্তি। সেটা একটা চক্রান্ত ছিল। আমাকে আসতে দেবে না, তাদের হুকুমের দাস কাউকে বসাবে। তারপরে এই দেশটাকে নিয়ে খেলতে পারবে। বাংলাদেশের জনগণ তার ভালো জবাব দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ভোটটা যেন আসে। আর প্রতিযোগিতাটা যেন হয়। কারণ, বিএনপি নির্বাচন করবে না। ওরা যে করবে না, সেটা আমরা জানি। কারণ, ওদের নেতা কোথায়? যে পার্টি ক্ষমতায় আসবে, তাদের প্রধানমন্ত্রী কে হবে, সেটা থাকে। ওদের তো তা নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত এবং তারেক রহমান টাকা পাচারের মামলায় সাজাপ্রাপ্ত।’
বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। নতুন মন্ত্রিসভা করেছি। সেখানেও তাদের (বিএনপি) রাগ। শুনলাম, তারা বলছে, এত তাড়াতাড়ি কেন সরকার গঠন করল! আরে তাড়াতাড়ি, আমাদের তো সব তৈরি আছে। করব না কেন? আমরা সিদ্ধান্ত নিতে পিছপা হই না। জানি নির্বাচন হবে। নির্বাচনে জিতলে কী করব, হারলে কী করব—এগুলো সব আগে থেকেই তৈরি করা থাকবেই। তাই আমাদের সময় লাগবে কেন? সময় নষ্ট করব কেন? আমাদের একটা দিনেরও মূল্য আছে। উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে।’
বিএনপি কার্যালয়ের ফটকে তালাটা কে লাগিয়েছে—এমন প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তালাটা লাগাল কে? পুলিশ যদি সিল করত, সিলগালা কই? এই তালায় সিলগালা ছিল না। এটি একটি ভালো তালা। তা হাতুড়ি দিয়ে ভাঙছে। বলছে চাবি পাচ্ছে না; কারণ, চাবি খো গেয়া। জানি না ওই গান গাচ্ছিল কি না...হাম তুম এক কামরা মে বন্ধ হো, আর চাবি খো গেয়া।’
মানি লন্ডারিং মামলায় আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাক্ষ্যতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ওই আমেরিকার গোয়েন্দার সাক্ষ্যতে কিন্তু তারেক জিয়ার সাজাও হয়েছে। তারপরও এদের লজ্জা নাই। এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে নিয়ে আসে, তার ঠিক নাই।’
আজ শনিবার টুঙ্গিপাড়ার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘এই যে মানি লন্ডারিং (তারেক রহমানের), এইটা আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই, তারাই খুঁজে বের করেছে এবং তারাই সাক্ষ্য দিয়ে গেছে। আসলে বিএনপির, যেহেতু বিএনপির সামনে কোনো নেতৃত্ব নাই। ওরা নির্বাচন করবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চক্রান্ত এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো আছে। এটা দুই রকম—একটা হচ্ছে খুনিরা এবং তাদের দোসর, যুদ্ধাপরাধীরা যাদের বিচার করেছিলাম, তাদের একটা চক্রান্ত আছে। আন্তর্জাতিক পর্যায়েও চক্রান্ত আছে।’
মুসলিম দেশের মেয়ে পাঁচ-পাঁচবার ক্ষমতায় আসায় অনেকে ষড়যন্ত্র করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ মুসলমান। একটি মুসলিম দেশের মেয়ে হয়ে পাঁচ-পাঁচবার ক্ষমতায় আসল—এটাও অনেক দেশের পছন্দ না। ষড়যন্ত্রটা এই জন্য আমাদের ভৌগোলিক অবস্থানটা এ রকম। আমাদের দেশটার ওপর অনেকের নজর আছে। এখানে বসে অন্য দেশের ওপর কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কোনো দেশে বিমান হামলা করবে—এটা তো আমি মেনে নেব না। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ, স্বাধীনভাবে চলব। দেশ ছোট কিন্তু জনসংখ্যা আছে। জনগণ হচ্ছে বড় শক্তি। সেটা একটা চক্রান্ত ছিল। আমাকে আসতে দেবে না, তাদের হুকুমের দাস কাউকে বসাবে। তারপরে এই দেশটাকে নিয়ে খেলতে পারবে। বাংলাদেশের জনগণ তার ভালো জবাব দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ভোটটা যেন আসে। আর প্রতিযোগিতাটা যেন হয়। কারণ, বিএনপি নির্বাচন করবে না। ওরা যে করবে না, সেটা আমরা জানি। কারণ, ওদের নেতা কোথায়? যে পার্টি ক্ষমতায় আসবে, তাদের প্রধানমন্ত্রী কে হবে, সেটা থাকে। ওদের তো তা নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত এবং তারেক রহমান টাকা পাচারের মামলায় সাজাপ্রাপ্ত।’
বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। নতুন মন্ত্রিসভা করেছি। সেখানেও তাদের (বিএনপি) রাগ। শুনলাম, তারা বলছে, এত তাড়াতাড়ি কেন সরকার গঠন করল! আরে তাড়াতাড়ি, আমাদের তো সব তৈরি আছে। করব না কেন? আমরা সিদ্ধান্ত নিতে পিছপা হই না। জানি নির্বাচন হবে। নির্বাচনে জিতলে কী করব, হারলে কী করব—এগুলো সব আগে থেকেই তৈরি করা থাকবেই। তাই আমাদের সময় লাগবে কেন? সময় নষ্ট করব কেন? আমাদের একটা দিনেরও মূল্য আছে। উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে।’
বিএনপি কার্যালয়ের ফটকে তালাটা কে লাগিয়েছে—এমন প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তালাটা লাগাল কে? পুলিশ যদি সিল করত, সিলগালা কই? এই তালায় সিলগালা ছিল না। এটি একটি ভালো তালা। তা হাতুড়ি দিয়ে ভাঙছে। বলছে চাবি পাচ্ছে না; কারণ, চাবি খো গেয়া। জানি না ওই গান গাচ্ছিল কি না...হাম তুম এক কামরা মে বন্ধ হো, আর চাবি খো গেয়া।’
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৩২ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়।
৩৭ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
১ ঘণ্টা আগেঅসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়র মোড়কে এসব উপাদানের বিষয়ে সতর্কবার্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে