নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ‘গণদাবিতে পরিণত হয়েছে’ মন্তব্য করে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, এখন প্রচেষ্টা হচ্ছে রাজনৈতিক ঐকমত্যের। দলগুলোকে এবিষয়ে অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেছেন, সেটা আমাদের নজরে আনা হয়েছে। তাঁর পদত্যাগে যে দাবি উঠেছে, সেটাও বিবেচনা হচ্ছে। একইসঙ্গে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে, সেটাও আলোচনা হয়েছে। আবার ওই দলের দুই-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, সাংবিধানিক সংকট হবে না।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবির বিপরীতে অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। যদিও তাদের (রাজনৈতিক দল) সিদ্ধান্ত স্পষ্টভাবে বলেননি। বিষয়টি নিয়ে আমাদের (উপদেষ্টা পরিষদ) আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আমরা আশাকরি। যেহেতু দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে, এটা এক ধরণের গণদাবি, তাই রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।’
পদত্যাগ করা হলে সাংবিধানিক কোন ধারামতে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। এ মুহূর্তে কথা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগের দাবি নিয়ে আমরা কীভাবে ডিল করব। আমরা বলেছি, এটি রাজনৈতিক বিষয়। যেহেতু দাবিটা জনগণ থেকে এসেছে, আমাদের সরকার গণঅভ্যূত্থানের ফসল হিসেবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কি না। রাজনৈতিক ঐকমত্য হলে সেখানে ব্যারিয়ারগুলো আমাদের সহজ হয়ে যায় কিনা, তা নিয়ে কথা হয়েছে। এটা যেহেতু রাজনৈতিক আলোচনা তাই এটির লিগ্যাল বা সাংবিধানিক ইস্যূ হিসেবে দেখছি না।’
উপদেষ্টা বলেন, ‘আমরা স্বাভাবিক পরিবেশে নেই। অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সবকিছু সংবিধান মেনে করতে হবে—সেটা সম্ভব হবে কীনা এটা ভাবতে হচ্ছে। এটিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছি। প্রচেষ্টা হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের, রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করে যারা গণদাবী করছে তাদের জানাতে হবে।’
সিদ্ধান্ত নিতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তাদের সঙ্গে আমাদের কী ধরণের কথা হয়। রাজনৈতিক দলগুলোর আশঙ্কার জায়গা কোথায়? সেগুলো আদৌ বাস্তবসম্মত কীনা। এটা যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না। কারণ এটা এমন পদ, যেখানে দীর্ঘদিন যাবত অনিশ্চয়তার মধ্যে কেউ থাকতে চাইবে না। কারণ গণদাবির বিষয়ে বিলম্বিত করার সুযোগ নেই। কত দিন এটা বলা যায় না।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ‘গণদাবিতে পরিণত হয়েছে’ মন্তব্য করে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, এখন প্রচেষ্টা হচ্ছে রাজনৈতিক ঐকমত্যের। দলগুলোকে এবিষয়ে অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেছেন, সেটা আমাদের নজরে আনা হয়েছে। তাঁর পদত্যাগে যে দাবি উঠেছে, সেটাও বিবেচনা হচ্ছে। একইসঙ্গে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে, সেটাও আলোচনা হয়েছে। আবার ওই দলের দুই-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, সাংবিধানিক সংকট হবে না।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবির বিপরীতে অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। যদিও তাদের (রাজনৈতিক দল) সিদ্ধান্ত স্পষ্টভাবে বলেননি। বিষয়টি নিয়ে আমাদের (উপদেষ্টা পরিষদ) আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আমরা আশাকরি। যেহেতু দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে, এটা এক ধরণের গণদাবি, তাই রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে।’
পদত্যাগ করা হলে সাংবিধানিক কোন ধারামতে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। এ মুহূর্তে কথা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগের দাবি নিয়ে আমরা কীভাবে ডিল করব। আমরা বলেছি, এটি রাজনৈতিক বিষয়। যেহেতু দাবিটা জনগণ থেকে এসেছে, আমাদের সরকার গণঅভ্যূত্থানের ফসল হিসেবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কি না। রাজনৈতিক ঐকমত্য হলে সেখানে ব্যারিয়ারগুলো আমাদের সহজ হয়ে যায় কিনা, তা নিয়ে কথা হয়েছে। এটা যেহেতু রাজনৈতিক আলোচনা তাই এটির লিগ্যাল বা সাংবিধানিক ইস্যূ হিসেবে দেখছি না।’
উপদেষ্টা বলেন, ‘আমরা স্বাভাবিক পরিবেশে নেই। অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সবকিছু সংবিধান মেনে করতে হবে—সেটা সম্ভব হবে কীনা এটা ভাবতে হচ্ছে। এটিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছি। প্রচেষ্টা হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের, রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করে যারা গণদাবী করছে তাদের জানাতে হবে।’
সিদ্ধান্ত নিতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তাদের সঙ্গে আমাদের কী ধরণের কথা হয়। রাজনৈতিক দলগুলোর আশঙ্কার জায়গা কোথায়? সেগুলো আদৌ বাস্তবসম্মত কীনা। এটা যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না। কারণ এটা এমন পদ, যেখানে দীর্ঘদিন যাবত অনিশ্চয়তার মধ্যে কেউ থাকতে চাইবে না। কারণ গণদাবির বিষয়ে বিলম্বিত করার সুযোগ নেই। কত দিন এটা বলা যায় না।’
২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১ ঘণ্টা আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
৫ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
৫ ঘণ্টা আগে