আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়েছে: সাহাবুদ্দিন চুপ্পু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫০
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ০২

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন চুপ্পু। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়েছে।’

আজ রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন। সংসদীয় দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে যে দায়িত্ব সর্বসম্মতিক্রমে অর্পন করছে, সেই ক্ষমতাবলে এই মনোনয়ন প্রদান করেছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সবকিছু আল্লাহর ইচ্ছা। এখন কোনো প্রতিক্রিয়া নাই। সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমে কথা বলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন চুপ্পু নামের প্রস্তাবক ছিলেন ওবায়দুল কাদের। তাঁকে সমর্থন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত