Ajker Patrika

হাসিনা-রেহানা পরিবারের নামে প্লট বরাদ্দে অনিয়ম, ৩ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসিনা-রেহানা পরিবারের নামে প্লট বরাদ্দে অনিয়ম, ৩ সদস্যের তদন্ত কমিটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী জসিম উদ্দীন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন। 

আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী গত ১১ সেপ্টেম্বর রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করে আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্তসচিবকে আগামী ১২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত