শরীফ নাসরুল্লাহ, ঢাকা
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
সাহিল হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী। স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন। শুধু বই কেনাই নয়, একটু উৎসবমুখর পরিবেশ পেতে এসেছেন তিনি। বললেন, ‘অভ্যুত্থানের পরের দিনগুলো এখনো দাবি-দাওয়ায় ব্যস্ত পার করছে বাংলাদেশ। আমাদের দেশের মানুষ উৎসব আনন্দ পছন্দ করে। কিন্তু সেই পরিবেশ খুব একটা পাওয়া যায়নি। তাই চলে এলাম প্রথম দিনেই।’
মিতা চৌধুরী দাঁড়িয়ে ছিলেন শিকড় প্রকাশনীর সামনে। এই সরকারি চাকরিজীবী কিনেছেন কবিতা ও গল্পের বই। বললেন, ‘আজকে ছুটির দিন ছিল, তাই চলে এলাম। ভালো লাগছে প্রথম দিনেই অনেক লোক দেখছি।’
বেসরকারি চাকরিজীবী তানভীর আহামেদ সুমনের হাতে বেশ কয়েকটি বইয়ের ব্যাগ। ঐতিহ্য প্রকাশনী থেকে বই কিনেছেন তিনি। আছে লালন ও কবি রুমিকে নিয়ে বই। তিনি অবশ্য বললেন, ‘লোক সমাগম বেশি হলেও নিরাপত্তা নিয়ে একটু চিন্তা আছে। কী হয় না হয় বোঝা যাচ্ছে না। তবে ভালো লাগছে, প্রথম দিনেই লোকজন বেশ। বইও কিনছেন সবাই।’
প্রকাশকদের কাছেও প্রথম দিন হিসেবে পাঠক বেশি বলে মনে হচ্ছে। কথাপ্রকাশের ব্যবস্থাপক ইউনুস আলী বলেন, প্রথম দিন হিসেবে ভালো মনে হচ্ছে। কারণ ভাসমান পাঠক কম। যাঁরা আসছেন ভালো বই চাচ্ছেন এবং কিনছেন।
অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানাও ভালো বিক্রির ইঙ্গিত দিলেন। তবে প্রথম দিন হিসেবে মেলার পরিবেশ খুব একটা ভালো নয় বলে জানালেন তিনি। বললেন, মেলার আগের দিনেই সব আবর্জনা সরিয়ে ফেলা হয়, কিন্তু এখনো অনেক আবর্জনা রয়ে গেছে। ধুলা তো আছেই।
তাঁর কথার বেশ প্রমাণ মিলল। এখনো অনেক স্টল তৈরি হয়নি। হাতুড়ির আঘাত চলছে। ময়লা আবর্জনা পড়ে আছে। রাস্তায় সব জায়গায় এখনো ইট বিছানো হয়নি। ধুলা উড়ছে। স্টল বিন্যাসের ক্ষেত্রেও কিছু অসামঞ্জস্য দেখা গেছে। কোথাও স্টল ও প্যাভিলিয়নের মাঝে অনেক ফাঁকা কোথাও আবার ঘিঞ্জি।
আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান বলেন, এবার অনেক বেশি প্রকাশনী অংশগ্রহণ করছে, যে কারণে ঘিঞ্জি হয়ে গেছে।
বরং বাংলা একাডেমির অংশ বেশ গোছালো ও ছিমছাম। এ প্রসঙ্গে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন বলেন, উদ্বোধনী আয়োজন নিয়ে একটু ব্যস্ততা ছিল। তবে দু-এক দিনেই সব ঠিক হয়ে যাবে। অনেকে স্টল তৈরি শেষ করতে পারেননি, তাই কিছু ময়লা সরিয়ে ফেলা যায়নি। পুরো বিষয়টা ঠিক হতে দুই-তিন দিন লাগে।
বইমেলা নিয়ে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তির পথে বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে। আমরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনের চেষ্টা করছি।’
‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে বইমেলা। মেলায় জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন গ্রাফিতি চোখে পড়ে। বাংলা একাডেমি অংশে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলও।
প্রথম দিনে নতুন বইও এসেছে মেলায়। অনন্যা প্রকাশনী এনেছে আব্দুল হাই শিকদারের ‘আমরা মানুষ আমরা এসেছি’, কথাপ্রকাশ নিয়ে এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘উন্নতি উত্থান অভ্যুত্থান’, মশিউল আলমের সঞ্চয়ন ও অনুবাদে মাওলা ব্রাদার্স বের করেছে ‘বিষয় দস্তইয়েফস্কি’। এ ছাড়া ঐতিহ্য প্রকাশনী ২৫ জন নতুন লেখকের ২৫টি নতুন বই নিয়ে এসেছে।
আজ রোববার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি হেলাল হাফিজ স্মরণে আলোচনা। আজ মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে রাত ৯টায়।
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
সাহিল হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী। স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন। শুধু বই কেনাই নয়, একটু উৎসবমুখর পরিবেশ পেতে এসেছেন তিনি। বললেন, ‘অভ্যুত্থানের পরের দিনগুলো এখনো দাবি-দাওয়ায় ব্যস্ত পার করছে বাংলাদেশ। আমাদের দেশের মানুষ উৎসব আনন্দ পছন্দ করে। কিন্তু সেই পরিবেশ খুব একটা পাওয়া যায়নি। তাই চলে এলাম প্রথম দিনেই।’
মিতা চৌধুরী দাঁড়িয়ে ছিলেন শিকড় প্রকাশনীর সামনে। এই সরকারি চাকরিজীবী কিনেছেন কবিতা ও গল্পের বই। বললেন, ‘আজকে ছুটির দিন ছিল, তাই চলে এলাম। ভালো লাগছে প্রথম দিনেই অনেক লোক দেখছি।’
বেসরকারি চাকরিজীবী তানভীর আহামেদ সুমনের হাতে বেশ কয়েকটি বইয়ের ব্যাগ। ঐতিহ্য প্রকাশনী থেকে বই কিনেছেন তিনি। আছে লালন ও কবি রুমিকে নিয়ে বই। তিনি অবশ্য বললেন, ‘লোক সমাগম বেশি হলেও নিরাপত্তা নিয়ে একটু চিন্তা আছে। কী হয় না হয় বোঝা যাচ্ছে না। তবে ভালো লাগছে, প্রথম দিনেই লোকজন বেশ। বইও কিনছেন সবাই।’
প্রকাশকদের কাছেও প্রথম দিন হিসেবে পাঠক বেশি বলে মনে হচ্ছে। কথাপ্রকাশের ব্যবস্থাপক ইউনুস আলী বলেন, প্রথম দিন হিসেবে ভালো মনে হচ্ছে। কারণ ভাসমান পাঠক কম। যাঁরা আসছেন ভালো বই চাচ্ছেন এবং কিনছেন।
অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানাও ভালো বিক্রির ইঙ্গিত দিলেন। তবে প্রথম দিন হিসেবে মেলার পরিবেশ খুব একটা ভালো নয় বলে জানালেন তিনি। বললেন, মেলার আগের দিনেই সব আবর্জনা সরিয়ে ফেলা হয়, কিন্তু এখনো অনেক আবর্জনা রয়ে গেছে। ধুলা তো আছেই।
তাঁর কথার বেশ প্রমাণ মিলল। এখনো অনেক স্টল তৈরি হয়নি। হাতুড়ির আঘাত চলছে। ময়লা আবর্জনা পড়ে আছে। রাস্তায় সব জায়গায় এখনো ইট বিছানো হয়নি। ধুলা উড়ছে। স্টল বিন্যাসের ক্ষেত্রেও কিছু অসামঞ্জস্য দেখা গেছে। কোথাও স্টল ও প্যাভিলিয়নের মাঝে অনেক ফাঁকা কোথাও আবার ঘিঞ্জি।
আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান বলেন, এবার অনেক বেশি প্রকাশনী অংশগ্রহণ করছে, যে কারণে ঘিঞ্জি হয়ে গেছে।
বরং বাংলা একাডেমির অংশ বেশ গোছালো ও ছিমছাম। এ প্রসঙ্গে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন বলেন, উদ্বোধনী আয়োজন নিয়ে একটু ব্যস্ততা ছিল। তবে দু-এক দিনেই সব ঠিক হয়ে যাবে। অনেকে স্টল তৈরি শেষ করতে পারেননি, তাই কিছু ময়লা সরিয়ে ফেলা যায়নি। পুরো বিষয়টা ঠিক হতে দুই-তিন দিন লাগে।
বইমেলা নিয়ে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তির পথে বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে। আমরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বইমেলা আয়োজনের চেষ্টা করছি।’
‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে বইমেলা। মেলায় জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন গ্রাফিতি চোখে পড়ে। বাংলা একাডেমি অংশে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলও।
প্রথম দিনে নতুন বইও এসেছে মেলায়। অনন্যা প্রকাশনী এনেছে আব্দুল হাই শিকদারের ‘আমরা মানুষ আমরা এসেছি’, কথাপ্রকাশ নিয়ে এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘উন্নতি উত্থান অভ্যুত্থান’, মশিউল আলমের সঞ্চয়ন ও অনুবাদে মাওলা ব্রাদার্স বের করেছে ‘বিষয় দস্তইয়েফস্কি’। এ ছাড়া ঐতিহ্য প্রকাশনী ২৫ জন নতুন লেখকের ২৫টি নতুন বই নিয়ে এসেছে।
আজ রোববার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি হেলাল হাফিজ স্মরণে আলোচনা। আজ মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে রাত ৯টায়।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার প্রস্তাব চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজারের বেশি মাদ্রাসা। এরপর বাকি মাদ্রাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নীতিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এটি সংশোধন হলে নির্বাচন-সংক্রান্ত কমিটির নেতৃত্ব থেকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাদ দেওয়া হতে পারে।
৪ ঘণ্টা আগেচলতি রমজানে মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্ত রাখতে চাহিদার সমান বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়েছে সরকার। বায়ুতে তাপমাত্রা কম থাকায় বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার মেগাওয়াটের মধ্যে রয়েছে। কিন্তু মার্চের শেষের দিকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা।
৪ ঘণ্টা আগেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়ক প্রস্তুতির কাজ চলছে অনেক স্থানেই। ২০ মার্চের মধ্যে সড়কের মেরামতকাজ শেষ করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদ যাত্রায় যানজট কমানোর পাশাপাশি সড়কগুলোর নিরাপত্তা বাড়ানো হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।
৪ ঘণ্টা আগে