এক বিচারপতি অসুস্থ, গুলি না করার রিট আবেদনের শুনানি হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১১: ৪৪
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১২: ২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ (বুধবার) হচ্ছে না। একজন বিচারপতি অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকার বিষয়টি জানান বেঞ্চ কর্মকর্তা। তিনি বলেন, ‘আজ (বুধবার) বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বসবেন এবং একজন যে মামলা শুনতে পারেন, সেভাবে কার্যতালিকা করা হচ্ছে।’
 
এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা রিট করেন। সোমবার ও মঙ্গলবার দুই দফা রিটের ওপর শুনানি শেষে আজকের দিন ধার্য ছিল। তবে একজন বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। 

আজও শুনানিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আইনজীবী ও গণমাধ্যমকর্মী ওই বেঞ্চে উপস্থিত হন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন—আবেদনকারী আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত