নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন আবেদন কম জমা পড়ছে।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েক দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।
শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বেলা পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে দুটি, ফরিদপুর অঞ্চলে তিন, চট্টগ্রাম অঞ্চলে দুই, ময়মনসিংহ অঞ্চলে চার, বরিশাল অঞ্চলে এক, খুলনা অঞ্চলে এক এবং রংপুর অঞ্চলে একটি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
সংগীতশিল্পী ডলি সায়ন্তনি নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করবেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি।
মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিলখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতায় বেশিসংখ্যক আবেদন বাতিল হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন আবেদন কম জমা পড়ছে।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েক দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।
শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বেলা পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে দুটি, ফরিদপুর অঞ্চলে তিন, চট্টগ্রাম অঞ্চলে দুই, ময়মনসিংহ অঞ্চলে চার, বরিশাল অঞ্চলে এক, খুলনা অঞ্চলে এক এবং রংপুর অঞ্চলে একটি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
সংগীতশিল্পী ডলি সায়ন্তনি নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করবেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি।
মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিলখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষরসংক্রান্ত জটিলতায় বেশিসংখ্যক আবেদন বাতিল হয়েছে।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
১ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৩ ঘণ্টা আগে