কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
কিছু অসাধু ব্যক্তি এবং স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন ভুয়া ওয়েবসাইট, ই–মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে কম্পিউটার অপারেটর, টাইপিস্ট এবং কলসেন্টার অপারেটরের মতো পদে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দিচ্ছে। তবে, এ ধরনের প্রস্তাবের পেছনে প্রতারণার ফাঁদ রয়েছে।
এসব স্ক্যাম সেন্টারগুলো বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুকৌশলে জিম্মি করে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করছে। ব্যাংককের বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে মিয়ানমার ও কম্বোডিয়ায় অবস্থিত স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত এবং পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকার ও এনজিওগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিদেশে চাকরির প্রস্তাব পেলে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভ্রমণেচ্ছুদের এসব দেশের চাকরির প্রস্তাব গ্রহণের আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
স্ক্যাম সেন্টারগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিসহ অন্য দেশের নাগরিকদের আর্থিকভাবে প্রতারণা করছে। এসব ক্ষেত্রে প্রতারকেরা অর্থ আত্মসাৎ করার পর তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
সাইবার স্ক্যাম ও প্রতারণা থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি।
বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
কিছু অসাধু ব্যক্তি এবং স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন মাধ্যম যেমন ভুয়া ওয়েবসাইট, ই–মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে কম্পিউটার অপারেটর, টাইপিস্ট এবং কলসেন্টার অপারেটরের মতো পদে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দিচ্ছে। তবে, এ ধরনের প্রস্তাবের পেছনে প্রতারণার ফাঁদ রয়েছে।
এসব স্ক্যাম সেন্টারগুলো বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুকৌশলে জিম্মি করে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করছে। ব্যাংককের বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে মিয়ানমার ও কম্বোডিয়ায় অবস্থিত স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত এবং পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকার ও এনজিওগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বিদেশে চাকরির প্রস্তাব পেলে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভ্রমণেচ্ছুদের এসব দেশের চাকরির প্রস্তাব গ্রহণের আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
স্ক্যাম সেন্টারগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিসহ অন্য দেশের নাগরিকদের আর্থিকভাবে প্রতারণা করছে। এসব ক্ষেত্রে প্রতারকেরা অর্থ আত্মসাৎ করার পর তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
সাইবার স্ক্যাম ও প্রতারণা থেকে রক্ষা পেতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি।
ফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৪৩ মিনিট আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
২ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৩ ঘণ্টা আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
৩ ঘণ্টা আগে