নিজস্ব প্রতিবেদক ঢাকা
সংশোধিত শ্রম আইনটি আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বাংলাদেশ সচিবালয়ে তিন দিন ধরে চলমান বৈঠক শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা কিছু পরামর্শ দিতে চায়। আইনটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়—সে ব্যাপারে তাঁরা পরার্মশ দিয়েছেন। আইএলওর কমিটি অব এক্সপার্টের পরামর্শগুলো যাতে কমপ্লায়েন্ট হয়, সেই বিষয়ে তাঁদের বক্তব্য ছিল।
আনিসুল হক বলেন, ‘আইএলওর কো-অপারেশন সরকারের পক্ষ থেকে সেটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। সে জন্যই মূলত তিন দিন ধরে শ্রম আইনের খসড়া পর্যালোচনা করেছি। তাঁরা এখানে মূলত কিছু কিছু ইস্যু সংশোধন করার কথা বলেছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু কিছু বিষয়ে এসেছিল যা নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। সেটি আমি বলেছি, নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের সেই প্রস্তাব আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত নীতিনির্ধারক পর্যায়ে নেওয়া হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আইন সংশোধনের কিছু কিছু বিষয় আছে যা ত্রিপক্ষীয় কমিটি সিদ্ধান্ত নেবে। তাঁদের বক্তব্য নোট করেছি, তাঁদের বক্তব্য সেখানে তুলে ধরা হবে। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
আনিসুল হক বলেন, ‘কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে জন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলব না। বিস্তারিত বলতে গেলে হয়তো কোথাও ভুল করব, সে জন্য আমি বলব না।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা তিন দিন ধরে তাঁদের বক্তব্য শুনেছি। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এ রকম মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি— সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন পড়েছেন, সেখানে তাঁরা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ করেছেন।’
আনিসুল হক বলেন, ‘আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তাঁরা এটির প্রশংসা করেছেন। তাঁরা চায় এটা আরও কমে আসুক। আমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা আমরা ধীরে ধীরে নামাব। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ধীরে ধীরে নামাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয় পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।’
সংশোধিত শ্রম আইনটি আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বাংলাদেশ সচিবালয়ে তিন দিন ধরে চলমান বৈঠক শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা কিছু পরামর্শ দিতে চায়। আইনটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়—সে ব্যাপারে তাঁরা পরার্মশ দিয়েছেন। আইএলওর কমিটি অব এক্সপার্টের পরামর্শগুলো যাতে কমপ্লায়েন্ট হয়, সেই বিষয়ে তাঁদের বক্তব্য ছিল।
আনিসুল হক বলেন, ‘আইএলওর কো-অপারেশন সরকারের পক্ষ থেকে সেটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। সে জন্যই মূলত তিন দিন ধরে শ্রম আইনের খসড়া পর্যালোচনা করেছি। তাঁরা এখানে মূলত কিছু কিছু ইস্যু সংশোধন করার কথা বলেছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু কিছু বিষয়ে এসেছিল যা নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। সেটি আমি বলেছি, নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের সেই প্রস্তাব আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত নীতিনির্ধারক পর্যায়ে নেওয়া হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আইন সংশোধনের কিছু কিছু বিষয় আছে যা ত্রিপক্ষীয় কমিটি সিদ্ধান্ত নেবে। তাঁদের বক্তব্য নোট করেছি, তাঁদের বক্তব্য সেখানে তুলে ধরা হবে। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
আনিসুল হক বলেন, ‘কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে জন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলব না। বিস্তারিত বলতে গেলে হয়তো কোথাও ভুল করব, সে জন্য আমি বলব না।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা তিন দিন ধরে তাঁদের বক্তব্য শুনেছি। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এ রকম মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি— সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
আইনমন্ত্রী বলেন, ‘আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন পড়েছেন, সেখানে তাঁরা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ করেছেন।’
আনিসুল হক বলেন, ‘আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তাঁরা এটির প্রশংসা করেছেন। তাঁরা চায় এটা আরও কমে আসুক। আমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা আমরা ধীরে ধীরে নামাব। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ধীরে ধীরে নামাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয় পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।’
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৯ ঘণ্টা আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
১১ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
১২ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে