নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’
তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’
বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’
তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’
অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘দেশের চলমান অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ও সংকটের মূলে আছে স্বেচ্ছাচারী রাজনীতি ও অনাচারী অর্থনীতি। বিগত সরকারের সময়ে অনাচারী অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার
৫ মিনিট আগেসারা দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নামে থাকা ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তির নাম বাদ দিয়ে মেডিকেল কলেজগুলোর নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোর নামে
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে আজ বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে।
৩ ঘণ্টা আগে