নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনী আচরণবিধি ভাঙা প্রসঙ্গে নির্বাচন কমিশনারের (ইসি) কিছুই করার নেই এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রভাব কী পড়বে আমরা জানি না। তবে নির্বাচন কমিশন অসহায়ত্ব প্রকাশ করেছে, এটা ভালো লক্ষণ নয়।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন ও অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সংশয় প্রকাশ করেন।
সুজনের সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন যখন অসহায়ত্ব প্রকাশ করে যে, তারা তাদের আইনকানুন বিধি-বিধান প্রয়োগ করতে পারছে না, তখন আমরা কীভাবে আশাবাদী হতে পারি?’
বদিউল আলম বলেন, ‘এটা নির্বাচন কমিশনের নতজানু হওয়া, অসহায়ত্ব প্রকাশ করা, যেটা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশন যদি অসহায়ত্ব প্রকাশ করে, তাহলে আমরা নাগরিকেরা যাব কোথায়?’
সুজনের সম্পাদক বলেন, ‘নির্বাচন মানেই হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তাই তাদের (ইসি) দায়িত্ব হলো নাগরিকদের কল্যাণে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। আমরা আশা করেছিলাম, এই নির্বাচন কমিশন সাহসিকতা, বলিষ্ঠতার পরিচয় দেবে। কিন্তু সেটার অনেকটাই পূরণ হয়নি।’
ইসির অবাধ ক্ষমতা রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন চাইলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, প্রার্থিতা বাতিল করতে পারে, নির্বাচন বাতিলেরও সুযোগ আছে। কিন্তু তারা বলছেন, তাদের কিছুই করার নেই। আমরা কমিশনের কাছে আরও দৃঢ়তা, স্বচ্ছতা প্রত্যাশা করি। আমরা ভেবেছিলাম এই কমিশন সাহসী ভূমিকা নেবে।’
সুজনের সম্পাদক আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এখন স্থানীয় নির্বাচনে একজন সংসদ সদস্য নির্বাচন কমিশনের কথা মানছেন না। এরপর জাতীয় নির্বাচনের সময় যদি পুরো প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্যরা যদি নির্বাচন কমিশনের আদেশ অমান্য করার চেষ্টা করে, আমরা কোথায় যাব? এই নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান। জনগণের প্রতি তার দায় আছে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এর আগে সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানাবিধ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি নির্বাচন কমিশন, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ভোটার ও সচেতন নাগরিকদের উদ্দেশে নানান আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনী আচরণবিধি ভাঙা প্রসঙ্গে নির্বাচন কমিশনারের (ইসি) কিছুই করার নেই এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রভাব কী পড়বে আমরা জানি না। তবে নির্বাচন কমিশন অসহায়ত্ব প্রকাশ করেছে, এটা ভালো লক্ষণ নয়।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন ও অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সংশয় প্রকাশ করেন।
সুজনের সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন যখন অসহায়ত্ব প্রকাশ করে যে, তারা তাদের আইনকানুন বিধি-বিধান প্রয়োগ করতে পারছে না, তখন আমরা কীভাবে আশাবাদী হতে পারি?’
বদিউল আলম বলেন, ‘এটা নির্বাচন কমিশনের নতজানু হওয়া, অসহায়ত্ব প্রকাশ করা, যেটা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশন যদি অসহায়ত্ব প্রকাশ করে, তাহলে আমরা নাগরিকেরা যাব কোথায়?’
সুজনের সম্পাদক বলেন, ‘নির্বাচন মানেই হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তাই তাদের (ইসি) দায়িত্ব হলো নাগরিকদের কল্যাণে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। আমরা আশা করেছিলাম, এই নির্বাচন কমিশন সাহসিকতা, বলিষ্ঠতার পরিচয় দেবে। কিন্তু সেটার অনেকটাই পূরণ হয়নি।’
ইসির অবাধ ক্ষমতা রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন চাইলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, প্রার্থিতা বাতিল করতে পারে, নির্বাচন বাতিলেরও সুযোগ আছে। কিন্তু তারা বলছেন, তাদের কিছুই করার নেই। আমরা কমিশনের কাছে আরও দৃঢ়তা, স্বচ্ছতা প্রত্যাশা করি। আমরা ভেবেছিলাম এই কমিশন সাহসী ভূমিকা নেবে।’
সুজনের সম্পাদক আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এখন স্থানীয় নির্বাচনে একজন সংসদ সদস্য নির্বাচন কমিশনের কথা মানছেন না। এরপর জাতীয় নির্বাচনের সময় যদি পুরো প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্যরা যদি নির্বাচন কমিশনের আদেশ অমান্য করার চেষ্টা করে, আমরা কোথায় যাব? এই নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান। জনগণের প্রতি তার দায় আছে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এর আগে সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানাবিধ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি নির্বাচন কমিশন, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ভোটার ও সচেতন নাগরিকদের উদ্দেশে নানান আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
সারা দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নামে থাকা ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তির নাম বাদ দিয়ে মেডিকেল কলেজগুলোর নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোর নামে
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে আজ বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে।
৩ ঘণ্টা আগেগত এক সপ্তাহে দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে