নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এই প্রতিবেদন পক্ষপাতমূলক এবং মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছে গ্রাহক স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার পুনঃতদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে অবশ্যই দায়ী এবং অপারগ ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে এবং ব্যর্থ হওয়ার কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, এই তদন্ত কমিটির যে দুজন ব্যক্তি রয়েছেন তাঁরা প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। সাধারণত তদন্ত কমিটি গঠন করার সময় বিশেষজ্ঞ ব্যক্তি, বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অধ্যাপক, খাতসংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা থেকে নিয়োজিত ব্যক্তিরা থাকার কথা, কিন্তু তা করা হয়নি। প্রতিবেদনে কেবল ঘটনার দুর্বলতা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনারাবৃত্তি না হওয়ার সুপারিশ করা হয়েছে। দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি, যিনি উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নন, অথচ তাঁকে যারা নিয়োজিত করল, তাঁদের কাউকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়নি।’
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেই হোন না কেন, অবহেলার জন্য তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এই প্রতিবেদনে তাঁরা কাউকে দায়ী বা শাস্তির সুপারিশ করেননি। প্রতিমন্ত্রী ৫ কোটি বা লাখ লাখ তথ্য ফাঁস হয়ে গেছে এই মতামতের সঙ্গে একমত নন। তবে তিনি কিংবা তদন্ত কমিটির কেউই সুনির্দিষ্ট সংখ্যা বলতে ব্যর্থ হয়েছেন। এতে প্রমাণিত হয় তদন্ত কমিটির প্রযুক্তির জ্ঞানে দুর্বলতা রয়েছে। নাগরিকদের জিমেইল, ক্রেডিট-ডেবিট কার্ডের পাসওয়ার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এমনকি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বললেও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি। এমনকি ন্যক্কারজনক এ ঘটনার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়নি।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা দাবি করে বলেন, ‘আমরা মনে করি, এই তদন্ত সঠিক হয়নি। একটি দায়সারা গোছের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, যা কেবল সুপারিশনামা হিসেবে গণ্য হতে পারে। তাই পুনরায় উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অধ্যাপক, সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ব্যক্তিদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’
উল্লেখ্য, ৫ কোটির বেশি নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি গত ২৭ জুন প্রথম দেখতে পান দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। তাঁর বরাতে এই প্রতিবেদন করে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ।
এ ঘটনায় আইসিটি বিভাগের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, ওয়েব অ্যাপ্লিকেশনের দায়িত্বে সীমিত জনবল এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান কম থাকায় সঠিকভাবে সেগুলো নজরদারি করা যায়নি বলে তদন্তে উঠে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের অ্যাপ্লিকেশন সিস্টেমে কোনো লগ ফাইল সংরক্ষণ করা হয়নি বলেও তদন্তে জানা গেছে বলে উল্লেখ করেন তিনি।
নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এই প্রতিবেদন পক্ষপাতমূলক এবং মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছে গ্রাহক স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার পুনঃতদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তে অবশ্যই দায়ী এবং অপারগ ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে। কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে এবং ব্যর্থ হওয়ার কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, এই তদন্ত কমিটির যে দুজন ব্যক্তি রয়েছেন তাঁরা প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। সাধারণত তদন্ত কমিটি গঠন করার সময় বিশেষজ্ঞ ব্যক্তি, বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অধ্যাপক, খাতসংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা থেকে নিয়োজিত ব্যক্তিরা থাকার কথা, কিন্তু তা করা হয়নি। প্রতিবেদনে কেবল ঘটনার দুর্বলতা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনারাবৃত্তি না হওয়ার সুপারিশ করা হয়েছে। দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি, যিনি উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন নন, অথচ তাঁকে যারা নিয়োজিত করল, তাঁদের কাউকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়নি।’
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেই হোন না কেন, অবহেলার জন্য তাঁকে অবশ্যই শাস্তি পেতে হবে উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এই প্রতিবেদনে তাঁরা কাউকে দায়ী বা শাস্তির সুপারিশ করেননি। প্রতিমন্ত্রী ৫ কোটি বা লাখ লাখ তথ্য ফাঁস হয়ে গেছে এই মতামতের সঙ্গে একমত নন। তবে তিনি কিংবা তদন্ত কমিটির কেউই সুনির্দিষ্ট সংখ্যা বলতে ব্যর্থ হয়েছেন। এতে প্রমাণিত হয় তদন্ত কমিটির প্রযুক্তির জ্ঞানে দুর্বলতা রয়েছে। নাগরিকদের জিমেইল, ক্রেডিট-ডেবিট কার্ডের পাসওয়ার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এমনকি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বললেও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি। এমনকি ন্যক্কারজনক এ ঘটনার জন্য নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়নি।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা দাবি করে বলেন, ‘আমরা মনে করি, এই তদন্ত সঠিক হয়নি। একটি দায়সারা গোছের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, যা কেবল সুপারিশনামা হিসেবে গণ্য হতে পারে। তাই পুনরায় উচ্চ দক্ষতাসম্পন্ন প্রযুক্তিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অধ্যাপক, সংশ্লিষ্ট গণমাধ্যম ব্যক্তি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় নিয়োজিত ব্যক্তিদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’
উল্লেখ্য, ৫ কোটির বেশি নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি গত ২৭ জুন প্রথম দেখতে পান দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। তাঁর বরাতে এই প্রতিবেদন করে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ।
এ ঘটনায় আইসিটি বিভাগের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, ওয়েব অ্যাপ্লিকেশনের দায়িত্বে সীমিত জনবল এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান কম থাকায় সঠিকভাবে সেগুলো নজরদারি করা যায়নি বলে তদন্তে উঠে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের অ্যাপ্লিকেশন সিস্টেমে কোনো লগ ফাইল সংরক্ষণ করা হয়নি বলেও তদন্তে জানা গেছে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে ছয় সদস্যের সার্চ কমিটি করেছে সরকার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে আজ বৃহস্পতিবার সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৪ মিনিট আগেরাষ্ট্র সংস্কারে অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে।
১ ঘণ্টা আগেগত এক সপ্তাহে দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেআরও ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন ভোটার বেড়েছে। তাঁদের মধ্যে দেশে ৪ লাখ ৫১ হাজার ২২৯ জন এবং প্রবাসে থাকা ১২ হাজার ২১০ জন নতুন ভোটার হয়েছেন। গত আট মাসে তাঁরা নিজ উদ্যোগে ভোটার হন।
৩ ঘণ্টা আগে