Ajker Patrika

ভারতের সাহায্যের প্রশংসা করলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২৩
ভারতের সাহায্যের প্রশংসা করলেন শেখ হাসিনা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পূর্ব ইউরোপে আটকে পড়া বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্ধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া করোনা মহামারির সময় প্রতিবেশী দেশগুলোতে ভারতের টিকা সহায়তারও প্রশংসা করেছেন তিনি।

আগামীকাল সোমবার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর আগে ভারতীয় সম্প্রচারমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা প্রতিবেশী দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতাপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বেশ কয়েকটি ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ সুনির্দিষ্টভাবে তা করেছে।’ 

সুনির্দিষ্ট দুটি ক্ষেত্রে ভারতের সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ শুরুর পর আমাদের অনেক শিক্ষার্থী সেখানে আটকা পড়েছিল। তারা আশ্রয়ের জন্য পোল্যান্ডে গিয়েছিল। আপনি সেখান থেকে আপনাদের শিক্ষার্থী সরিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদেরও সরিয়ে নিয়েছিলেন। সে জন্য আমাদের শিক্ষার্থীরা নিরাপদে দেশে ফিরতে পেরেছে। আমি আপনাকে সত্যিকার অর্থেই ধন্যবাদ দিতে চাই। আপনি স্পষ্টতই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। এই উদ্যোগের জন্য আমি প্রধানমন্ত্রীকে (মোদি) ধন্যবাদ জানাই।’

ভারত সরকারের ভ্যাকসিন মৈত্রী প্রোগ্রামকে একটি ‘বিচক্ষণ’ উদ্যোগ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই উদ্যোগের ফলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরও বেশ কয়েকটি দেশ উপকৃত হয়েছে।

সাক্ষাৎকারে বাংলাদেশের টিকাদান কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ তার জনসংখ্যার ৯০ ভাগকে কোভিড-১৯ টিকা দিয়েছে। 

ভারতকে ‘পরীক্ষিত বন্ধু’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ‘ভারত প্রয়োজনের সময় বাংলাদেশের পাশে দাঁড়ায়। ১৯৭১ সালে দাঁড়িয়েছিল এবং পরবর্তী সময়েও দাঁড়িয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় মনে রাখি। ১৯৭৫ সালে আমরা আমাদের পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছিলাম। তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের আশ্রয় দিয়েছিলেন।’

দুই দেশের সম্পর্ক তাদের নাগরিকদের উন্নতির জন্যই হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে বাংলাদেশে এসেছিলেন ভারতের তৎকালীন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই স্মৃতি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। কারণ তাঁরা উভয়েই করোনা মহামারির সময় বাংলাদেশে এসে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার অর্ধশত বর্ষপূর্তি ও বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত