নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার দুপুরে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।
আজ প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে ছাত্র–জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। ওই সময়ে নিম্ন আদালত বিশেষ করে বিভিন্ন জেলা আদালতগুলোতে ঘেরাওয়ের কর্মসূচির কথা গণমাধ্যমে প্রকাশ হয়। ওই মুহূর্তে আইন উপদেষ্টা ফেসবুক লাইভে আসেন।
আইন উপদেষ্টা বলেন, তিনি খবর পেয়েছেন, কিছু এলাকায় নিম্ন আদালত বিশেষ করে জেলার আদালতগুলোতে ঘেরাও হয়েছে। খবর পেয়ে ফেসবুকে কিছু বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করেন।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জেলা আদালতসহ নিম্ন আদালতে কোনো ধ্বংসযজ্ঞ বা নাশকতার কাজ কেউ করবেন না। এমনকি ঘেরাও করার কোনো প্রয়োজন নেই।’
উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ছাত্র-জনতার পক্ষ থেকে যে প্রত্যাশা ছিল তা হচ্ছে চিফ জাস্টিস ও উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের ব্যাপারে। নিম্ন আদালতের ব্যাপারে কোনো কর্মসূচি ছাত্র-জনতার নেই। কিন্তু ভুলক্রমে কেউ হয়তো এই ব্যাপারটি ছড়িয়েছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে সেবা দিচ্ছেন। অতীতে ভুলভ্রান্তি কিছু জায়গায় হয়েছে। বিচারকেরা আমাকে কথা দিয়েছেন, অতীতের ভুলভ্রান্তি থেকে তাঁরা বেরিয়ে এসেছেন।’
পরে আইন উপদেষ্টা বলেন, ছাত্র–জনতা যেকোনো মূল্যে হোক বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। দেশের আদালতের নিরাপত্তার ব্যবস্থা করবেন।
ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতাকে বুঝিয়ে আপনারা তাদের শান্ত করবেন।’ সবশেষে বলেন, ‘প্লিজ প্লিজ আপনারা নিম্ন আদালতের কোনো ক্ষতি করবেন না।’
উল্লেখ্য, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। আজ বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে আইন উপদেষ্টা জনগণকে সর্বশেষ খবর জানাচ্ছেন।
নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার দুপুরে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।
আজ প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে ছাত্র–জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। ওই সময়ে নিম্ন আদালত বিশেষ করে বিভিন্ন জেলা আদালতগুলোতে ঘেরাওয়ের কর্মসূচির কথা গণমাধ্যমে প্রকাশ হয়। ওই মুহূর্তে আইন উপদেষ্টা ফেসবুক লাইভে আসেন।
আইন উপদেষ্টা বলেন, তিনি খবর পেয়েছেন, কিছু এলাকায় নিম্ন আদালত বিশেষ করে জেলার আদালতগুলোতে ঘেরাও হয়েছে। খবর পেয়ে ফেসবুকে কিছু বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করেন।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জেলা আদালতসহ নিম্ন আদালতে কোনো ধ্বংসযজ্ঞ বা নাশকতার কাজ কেউ করবেন না। এমনকি ঘেরাও করার কোনো প্রয়োজন নেই।’
উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ছাত্র-জনতার পক্ষ থেকে যে প্রত্যাশা ছিল তা হচ্ছে চিফ জাস্টিস ও উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের ব্যাপারে। নিম্ন আদালতের ব্যাপারে কোনো কর্মসূচি ছাত্র-জনতার নেই। কিন্তু ভুলক্রমে কেউ হয়তো এই ব্যাপারটি ছড়িয়েছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে সেবা দিচ্ছেন। অতীতে ভুলভ্রান্তি কিছু জায়গায় হয়েছে। বিচারকেরা আমাকে কথা দিয়েছেন, অতীতের ভুলভ্রান্তি থেকে তাঁরা বেরিয়ে এসেছেন।’
পরে আইন উপদেষ্টা বলেন, ছাত্র–জনতা যেকোনো মূল্যে হোক বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। দেশের আদালতের নিরাপত্তার ব্যবস্থা করবেন।
ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতাকে বুঝিয়ে আপনারা তাদের শান্ত করবেন।’ সবশেষে বলেন, ‘প্লিজ প্লিজ আপনারা নিম্ন আদালতের কোনো ক্ষতি করবেন না।’
উল্লেখ্য, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। আজ বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে আইন উপদেষ্টা জনগণকে সর্বশেষ খবর জানাচ্ছেন।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৩৭ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়।
৪২ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
১ ঘণ্টা আগেঅসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়র মোড়কে এসব উপাদানের বিষয়ে সতর্কবার্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে