নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার দুপুরে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।
আজ প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে ছাত্র–জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। ওই সময়ে নিম্ন আদালত বিশেষ করে বিভিন্ন জেলা আদালতগুলোতে ঘেরাওয়ের কর্মসূচির কথা গণমাধ্যমে প্রকাশ হয়। ওই মুহূর্তে আইন উপদেষ্টা ফেসবুক লাইভে আসেন।
আইন উপদেষ্টা বলেন, তিনি খবর পেয়েছেন, কিছু এলাকায় নিম্ন আদালত বিশেষ করে জেলার আদালতগুলোতে ঘেরাও হয়েছে। খবর পেয়ে ফেসবুকে কিছু বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করেন।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জেলা আদালতসহ নিম্ন আদালতে কোনো ধ্বংসযজ্ঞ বা নাশকতার কাজ কেউ করবেন না। এমনকি ঘেরাও করার কোনো প্রয়োজন নেই।’
উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ছাত্র-জনতার পক্ষ থেকে যে প্রত্যাশা ছিল তা হচ্ছে চিফ জাস্টিস ও উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের ব্যাপারে। নিম্ন আদালতের ব্যাপারে কোনো কর্মসূচি ছাত্র-জনতার নেই। কিন্তু ভুলক্রমে কেউ হয়তো এই ব্যাপারটি ছড়িয়েছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে সেবা দিচ্ছেন। অতীতে ভুলভ্রান্তি কিছু জায়গায় হয়েছে। বিচারকেরা আমাকে কথা দিয়েছেন, অতীতের ভুলভ্রান্তি থেকে তাঁরা বেরিয়ে এসেছেন।’
পরে আইন উপদেষ্টা বলেন, ছাত্র–জনতা যেকোনো মূল্যে হোক বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। দেশের আদালতের নিরাপত্তার ব্যবস্থা করবেন।
ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতাকে বুঝিয়ে আপনারা তাদের শান্ত করবেন।’ সবশেষে বলেন, ‘প্লিজ প্লিজ আপনারা নিম্ন আদালতের কোনো ক্ষতি করবেন না।’
উল্লেখ্য, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। আজ বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে আইন উপদেষ্টা জনগণকে সর্বশেষ খবর জানাচ্ছেন।
নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার দুপুরে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।
আজ প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে ছাত্র–জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। ওই সময়ে নিম্ন আদালত বিশেষ করে বিভিন্ন জেলা আদালতগুলোতে ঘেরাওয়ের কর্মসূচির কথা গণমাধ্যমে প্রকাশ হয়। ওই মুহূর্তে আইন উপদেষ্টা ফেসবুক লাইভে আসেন।
আইন উপদেষ্টা বলেন, তিনি খবর পেয়েছেন, কিছু এলাকায় নিম্ন আদালত বিশেষ করে জেলার আদালতগুলোতে ঘেরাও হয়েছে। খবর পেয়ে ফেসবুকে কিছু বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করেন।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘জেলা আদালতসহ নিম্ন আদালতে কোনো ধ্বংসযজ্ঞ বা নাশকতার কাজ কেউ করবেন না। এমনকি ঘেরাও করার কোনো প্রয়োজন নেই।’
উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জানি, ছাত্র-জনতার পক্ষ থেকে যে প্রত্যাশা ছিল তা হচ্ছে চিফ জাস্টিস ও উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের ব্যাপারে। নিম্ন আদালতের ব্যাপারে কোনো কর্মসূচি ছাত্র-জনতার নেই। কিন্তু ভুলক্রমে কেউ হয়তো এই ব্যাপারটি ছড়িয়েছে।’
আইন উপদেষ্টা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে সেবা দিচ্ছেন। অতীতে ভুলভ্রান্তি কিছু জায়গায় হয়েছে। বিচারকেরা আমাকে কথা দিয়েছেন, অতীতের ভুলভ্রান্তি থেকে তাঁরা বেরিয়ে এসেছেন।’
পরে আইন উপদেষ্টা বলেন, ছাত্র–জনতা যেকোনো মূল্যে হোক বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। দেশের আদালতের নিরাপত্তার ব্যবস্থা করবেন।
ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতাকে বুঝিয়ে আপনারা তাদের শান্ত করবেন।’ সবশেষে বলেন, ‘প্লিজ প্লিজ আপনারা নিম্ন আদালতের কোনো ক্ষতি করবেন না।’
উল্লেখ্য, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। আজ বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে আইন উপদেষ্টা জনগণকে সর্বশেষ খবর জানাচ্ছেন।
সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে মশার উৎপাত। কয়েক মাস ধরে এমন উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে দিনের বেলায় কোনো রকমে টিকতে পারলেও সন্ধ্যা হওয়ার পরপর ঘরে-বাইরে মশার যন্ত্রণায় দাঁড়ানোই দায় হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন গরমের মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদেরা।
৯ ঘণ্টা আগেশুধু রাত নয়, দিনদুপুরেও মহাসড়কে বাসে ডাকাতি হয়েছে। রাতে সড়ক-মহাসড়কে বাসসহ যানবাহনে একের পর এক ডাকাতিতে তৈরি হওয়া আতঙ্কে নতুন মাত্রা যুক্ত করেছে গত রোববার ঢাকা-আরিচা মহাসড়কে বেলা দুইটায় সাভারের রেডিও কলোনি এলাকার এই ডাকাতি। রাতের মতো দিনেও যেন অরক্ষিত মহাসড়ক।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
১৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন, যেখানে কোনো বেওয়ারিশ লাশ থাকবে না। তিনি বলেছেন, ‘এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।’
১৩ ঘণ্টা আগে