Ajker Patrika

বুধবার থেকে চালু হতে পারে বেনাপোল এক্সপ্রেস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুধবার থেকে চালু হতে পারে বেনাপোল এক্সপ্রেস 

আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। বেনাপোল এক্সপ্রেস আজ থেকে চলাচল করার কথা ছিল।

আজ সোমবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার রাত নয়টায় আগুন দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে ঢোকার এক কিলোমিটার দূরে ঢাকায় গোপীবাগে অগ্নিকাণ্ডের শিকার হয়। এতে করে চারটি বগি পুড়ে যায় আগুনে। দগ্ধ হয়ে মারা যান ৪ জন। এরপর রাতে রেলওয়ে থেকে বলা হয় ট্রেনটি ৬ ও ৭ জানুয়ারী চলাচল করবে না। একই সঙ্গে আরও ৩১টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন দুই দিনের জন্য বন্ধ করা হয়। 

তবে, আজ অন্য ট্রেনগুলো চলাচল শুরু করলেও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেনি। 

অসীম কুমার তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ট্রেনটি ঠিক করা হচ্ছে। এতে আরও সময় লাগছে। আরও একদিন (মঙ্গলবার) সময় লাগবে। এটি রেলওয়েকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন। তাই আরও একদিন সময় লাগতে পারে ট্রেনটি চালাতে। বাকি ট্রেনগুলো চলছে। 

শনিবারের অগ্নিকাণ্ডের পর পূর্বাঞ্চলের ২০টি এবং পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেন বন্ধ করা হয়েছিল রেলওয়ে থেকে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, পূর্বাঞ্চলের যতগুলো লোকাল ও মেইল বন্ধ ছিল তা আজ থেকে আবার যথাসময়ে চলাচল শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত