অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বেড়েছে বলে মনে করছেন দেশের বেশির ভাগ মানুষ। ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপ অনুযায়ী, ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে। একইভাবে, ৬১ দশমিক ২ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যম অধিক স্বাধীনতা ভোগ করছে।
এই জরিপ ১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে ১৮ বছর বা তার বেশি বয়সী ১ হাজার মানুষের মধ্যে পরিচালিত হয়।
মতপ্রকাশের স্বাধীনতা
জরিপের ফল অনুযায়ী, ২৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের মতোই রয়েছে, ১৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতা কিছুটা কম। এ বিষয়ে শূন্য দশমিক ২ শতাংশ উত্তরদাতা মন্তব্য করতে চাননি।
পুরুষদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমান সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বেশি।
তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশ এবং ৩৫ বছরের বেশি বয়সী ৬৩ দশমিক ৮ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বেড়েছে। গ্রামাঞ্চলে ৫৮ দশমিক ৪ শতাংশ এবং শহরাঞ্চলে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ একমত হয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেশি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে জরিপে অংশগ্রহণকারীদের ৬১ দশমিক ২ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যম বেশি স্বাধীনতা উপভোগ করছে। ১৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের মতোই রয়েছে, এবং ১৩ দশমিক ৩ শতাংশ মনে করেন, সংবাদমাধ্যম কম স্বাধীন।
শহরে ৭৩ দশমিক ৮ শতাংশ এবং গ্রামে ৫৭ দশমিক ১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যম বেশি স্বাধীন। তরুণদের মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ এবং ৩৫ বছরের বেশি বয়সী ৫৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা একমত হয়েছেন যে, বর্তমান সরকারের সময় সংবাদমাধ্যমের স্বাধীনতা বাড়িয়েছে। পুরুষদের মধ্যে ৬৮ দশমিক ২ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা সংবাদমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধির বিষয়ে মত দিয়েছেন।
মুক্ত গণমাধ্যম সূচক
২০২৪ সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬৫ তম অবস্থানে রয়েছে, যা দেশটির জন্য সর্বনিম্ন র্যাঙ্ক। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের অবস্থান প্রায় ৪৪ ধাপ নিচে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নিপীড়নমূলক আইন, গণমাধ্যমের লাইসেন্স প্রদান ও ভয়াবহ পরিবেশ এই পতনের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
কঠোর আইন
আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের জন্য বিশ্বের কঠোরতম আইনগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছে। এটি সাংবাদিকদের গ্রেপ্তার, তল্লাশি এবং গোপনীয়তা লঙ্ঘনের অনুমতি দেয়। তবে ২০২৩ সালে এই আইনটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়, যা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা বিতর্কের জন্ম দেয়।
অন্তর্বর্তী সরকার সম্প্রতি এই আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া মামলা বাতিলের ঘোষণা দিয়েছে। যদি কেউ গ্রেপ্তার থাকেন, তাঁদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ারও কথা বলা হয়েছে।
হামলা–মামলা
আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটেছে, তবে কিছুদিন পর এই পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। অন্তর্বর্তী সরকারী কর্মকর্তাদের দাবি, যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা অধিকাংশ ক্ষেত্রেই ভিত্তিহীন ছিল এবং এই মামলা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে।
গণমাধ্যম সংস্কার কমিশন
গত ১১ সেপ্টেম্বর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কমিশন গঠন করা হবে। এরপর ১৭ সেপ্টেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ৫ নভেম্বর সম্পাদক পরিষদ সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
নোয়াবের বিবৃতি
গত ২৫ নভেম্বর বাংলাদেশ সংবাদপত্র মালিকদের সংগঠন (নোয়াব) সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানিয়েছেন। তা৭রা ‘মব জাস্টিস’ কঠোরভাবে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে, গতকাল ২৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের কিছু গণমাধ্যম এখনো ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে যাচ্ছে, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে। তবে, সরকার পরিস্থিতি মোকাবিলা করবে এবং গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বেড়েছে বলে মনে করছেন দেশের বেশির ভাগ মানুষ। ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপ অনুযায়ী, ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে। একইভাবে, ৬১ দশমিক ২ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যম অধিক স্বাধীনতা ভোগ করছে।
এই জরিপ ১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে ১৮ বছর বা তার বেশি বয়সী ১ হাজার মানুষের মধ্যে পরিচালিত হয়।
মতপ্রকাশের স্বাধীনতা
জরিপের ফল অনুযায়ী, ২৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের মতোই রয়েছে, ১৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশের স্বাধীনতা কিছুটা কম। এ বিষয়ে শূন্য দশমিক ২ শতাংশ উত্তরদাতা মন্তব্য করতে চাননি।
পুরুষদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমান সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বেশি।
তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশ এবং ৩৫ বছরের বেশি বয়সী ৬৩ দশমিক ৮ শতাংশ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বেড়েছে। গ্রামাঞ্চলে ৫৮ দশমিক ৪ শতাংশ এবং শহরাঞ্চলে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ একমত হয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেশি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে জরিপে অংশগ্রহণকারীদের ৬১ দশমিক ২ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যম বেশি স্বাধীনতা উপভোগ করছে। ১৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময়ের মতোই রয়েছে, এবং ১৩ দশমিক ৩ শতাংশ মনে করেন, সংবাদমাধ্যম কম স্বাধীন।
শহরে ৭৩ দশমিক ৮ শতাংশ এবং গ্রামে ৫৭ দশমিক ১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যম বেশি স্বাধীন। তরুণদের মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ এবং ৩৫ বছরের বেশি বয়সী ৫৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা একমত হয়েছেন যে, বর্তমান সরকারের সময় সংবাদমাধ্যমের স্বাধীনতা বাড়িয়েছে। পুরুষদের মধ্যে ৬৮ দশমিক ২ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা সংবাদমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধির বিষয়ে মত দিয়েছেন।
মুক্ত গণমাধ্যম সূচক
২০২৪ সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬৫ তম অবস্থানে রয়েছে, যা দেশটির জন্য সর্বনিম্ন র্যাঙ্ক। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের অবস্থান প্রায় ৪৪ ধাপ নিচে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নিপীড়নমূলক আইন, গণমাধ্যমের লাইসেন্স প্রদান ও ভয়াবহ পরিবেশ এই পতনের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
কঠোর আইন
আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের জন্য বিশ্বের কঠোরতম আইনগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছে। এটি সাংবাদিকদের গ্রেপ্তার, তল্লাশি এবং গোপনীয়তা লঙ্ঘনের অনুমতি দেয়। তবে ২০২৩ সালে এই আইনটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়, যা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা বিতর্কের জন্ম দেয়।
অন্তর্বর্তী সরকার সম্প্রতি এই আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া মামলা বাতিলের ঘোষণা দিয়েছে। যদি কেউ গ্রেপ্তার থাকেন, তাঁদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ারও কথা বলা হয়েছে।
হামলা–মামলা
আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটেছে, তবে কিছুদিন পর এই পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। অন্তর্বর্তী সরকারী কর্মকর্তাদের দাবি, যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা অধিকাংশ ক্ষেত্রেই ভিত্তিহীন ছিল এবং এই মামলা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে।
গণমাধ্যম সংস্কার কমিশন
গত ১১ সেপ্টেম্বর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কমিশন গঠন করা হবে। এরপর ১৭ সেপ্টেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ৫ নভেম্বর সম্পাদক পরিষদ সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
নোয়াবের বিবৃতি
গত ২৫ নভেম্বর বাংলাদেশ সংবাদপত্র মালিকদের সংগঠন (নোয়াব) সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানিয়েছেন। তা৭রা ‘মব জাস্টিস’ কঠোরভাবে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে, গতকাল ২৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের কিছু গণমাধ্যম এখনো ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে যাচ্ছে, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে। তবে, সরকার পরিস্থিতি মোকাবিলা করবে এবং গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৮ ঘণ্টা আগে