সিলেট প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বে যত প্রবাসী আছেন সবাই এনআইডি কার্ড পাবেন এজন্য তাদেরকে দেশে আসতে হবে না। বিদেশে থেকেই তাঁরা এনআইডি কার্ড পাবেন।’
আজ বৃহস্পতিবার গ্র্যান্ড সিলেট হোটেলে এ অনুষ্ঠিত সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীরা জমি জামা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য র্যাপিড ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছিলাম, তা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যা সহজেই সমাধান হবে। প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রিসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতিবছর ৩০ ডিসেম্বর এ দিবস পালন করা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সব দেশে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে কিন্তু সব দেশই ট্যাক্স আহরণের ক্ষেত্রে নতুন নতুন পলিসি গ্রহণ করে। আমাদেরকেও সেদিকে খেয়াল করতে হবে। আমাদের দেশের সবাইকে সোশ্যাল সিকিউরাটির আন্ডারে আনতে হবে। সেজন্য আমাদের দেশের সকল নাগরিক যারা আইডি কার্ড পাবেন তাঁদের সবাইকে ট্যাক্সের আওতায় আনতে হবে।’
সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহসভাপতি।
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতাদের সুদৃশ্য ক্রেস্ট, সনদ, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে সিলেট সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে মোট ১০ জন দীর্ঘমেয়াদি সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ জন সর্বোচ্চ ৫ জন নারী, ৫ জন তরুণ পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বে যত প্রবাসী আছেন সবাই এনআইডি কার্ড পাবেন এজন্য তাদেরকে দেশে আসতে হবে না। বিদেশে থেকেই তাঁরা এনআইডি কার্ড পাবেন।’
আজ বৃহস্পতিবার গ্র্যান্ড সিলেট হোটেলে এ অনুষ্ঠিত সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীরা জমি জামা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন এজন্য র্যাপিড ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছিলাম, তা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যা সহজেই সমাধান হবে। প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রিসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতিবছর ৩০ ডিসেম্বর এ দিবস পালন করা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সব দেশে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে কিন্তু সব দেশই ট্যাক্স আহরণের ক্ষেত্রে নতুন নতুন পলিসি গ্রহণ করে। আমাদেরকেও সেদিকে খেয়াল করতে হবে। আমাদের দেশের সবাইকে সোশ্যাল সিকিউরাটির আন্ডারে আনতে হবে। সেজন্য আমাদের দেশের সকল নাগরিক যারা আইডি কার্ড পাবেন তাঁদের সবাইকে ট্যাক্সের আওতায় আনতে হবে।’
সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহসভাপতি।
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতাদের সুদৃশ্য ক্রেস্ট, সনদ, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিসিকের ৩৫ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে সিলেট সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে মোট ১০ জন দীর্ঘমেয়াদি সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ জন সর্বোচ্চ ৫ জন নারী, ৫ জন তরুণ পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
২ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৪ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৪ ঘণ্টা আগে