নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছর ঘোষিত হজের খরচ কমাতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের শুনানিতে বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। পরে আদালত রিট আবেদনটি এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রাখেন।
শুনানিতে আদালত বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত। মুসলিম হিসেবে সবারই ইচ্ছা থাকে হজ করার। সেই সুযোগটা সরকারের বিবেচনা করা উচিত। আর কেবল সৌদি এয়ারলাইনস ও বাংলাদেশ বিমানকে কেন এই সুযোগ দেওয়া হচ্ছে—এমন প্রশ্ন তোলেন হাইকোর্ট। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা সৌদি থেকে নির্ধারণ করা। অন্য বিমান চাইলেও পারবে না।’
আদালত বলেন, ‘সরকার চাইলে তো ভ্যাট-ট্যাক্স কমিয়ে নিতে পারে।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হজের জন্য আলাদা করে কিছু থাকে না। বাইরে গেলে যা দিতে হয় সেটা কমন।’ আদালত বলেন, ‘সরকার চাইলে একটি সার্কুলার ইস্যু করেও করতে পারে।’
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। এতে বলা হয়, ডলারের দাম, বিমানভাড়া, বাসাভাড়া ও মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন গাজী মো. মহসীন। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আশরাফ-উজ-জামান। এর আগে গত ৬ মার্চ চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে ৪ লাখ টাকা পুনর্নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জবাব না পেয়ে রিট করেন আশরাফ-উজ-জামান।
চলতি বছর ঘোষিত হজের খরচ কমাতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের শুনানিতে বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। পরে আদালত রিট আবেদনটি এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রাখেন।
শুনানিতে আদালত বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত। মুসলিম হিসেবে সবারই ইচ্ছা থাকে হজ করার। সেই সুযোগটা সরকারের বিবেচনা করা উচিত। আর কেবল সৌদি এয়ারলাইনস ও বাংলাদেশ বিমানকে কেন এই সুযোগ দেওয়া হচ্ছে—এমন প্রশ্ন তোলেন হাইকোর্ট। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা সৌদি থেকে নির্ধারণ করা। অন্য বিমান চাইলেও পারবে না।’
আদালত বলেন, ‘সরকার চাইলে তো ভ্যাট-ট্যাক্স কমিয়ে নিতে পারে।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হজের জন্য আলাদা করে কিছু থাকে না। বাইরে গেলে যা দিতে হয় সেটা কমন।’ আদালত বলেন, ‘সরকার চাইলে একটি সার্কুলার ইস্যু করেও করতে পারে।’
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। এতে বলা হয়, ডলারের দাম, বিমানভাড়া, বাসাভাড়া ও মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন গাজী মো. মহসীন। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আশরাফ-উজ-জামান। এর আগে গত ৬ মার্চ চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে ৪ লাখ টাকা পুনর্নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জবাব না পেয়ে রিট করেন আশরাফ-উজ-জামান।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৭ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৮ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৯ ঘণ্টা আগে