ইসি সচিব জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি, নতুন সচিব শফিউল আজিম

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৪, ২৩: ৪০
Thumbnail image

বিমান বাংলাদেশ এয়ারলাইনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। 

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ মে থেকে এই আদেশ কার্যকর হবে। 

বিসিএসের ১৩ তম ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম এর আগে জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব, যুগ্মসচিবের দায়িত্ব পালন করেন। অপরদিকে বিসিএস ১৫ তম ব্যাচের কর্মকর্তা শফিউল আজম বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগের দায়িত্বে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত