কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে যেসব ‘ভুল’ তথ্য দেওয়া আছে সে বিষয়ে বাংলাদেশের আপত্তি দেশটির সরকারকে জানানো হবে। আজ মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
এ ধরনের প্রতিবেদন তৈরির সময় বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাষ্ট্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য মার্কিনিরা প্রতিশ্রুতি দিয়েছিল জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এটি প্রতিবেদনের একটি বড় দুর্বলতা।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
যেসব নাগরিক সংগঠনের রাজনৈতিক ইতিহাস ও রাজনৈতিক পরিচয় আছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়ে থাকলে, নিরপেক্ষতার মাপকাঠিতে প্রতিবেদনের গ্রহণযোগ্যতা হারিয়ে যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া অনিবন্ধিত সংগঠন থেকে তথ্য সংগ্রহ আইনসিদ্ধ নয় বলে প্রতিমন্ত্রী বলেন।
প্রতিবেদনে কিছু ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করেছে, এমন পর্যবেক্ষণ থাকায় মন্ত্রী মার্কিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, প্রতিবেদনে দেওয়া এমন পর্যবেক্ষণ সম্পর্কে শাহরিয়ার আলম বলেন, এ বিষয়ে সংশয় প্রকাশের নৈতিক অধিকার একটি বন্ধুরাষ্ট্রের নেই।
প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশ সরকার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আরোপ করছে। তাদের শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিত বাধা দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, ২০১৮ সালের যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বহাল আছে, তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। ব্যালট বাক্স নিজেরাই ভর্তি করা, ভোটার ও প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হেনস্তা করা এবং অস্বচ্ছ প্রক্রিয়ার জন্য নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে আছে।
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে যেসব ‘ভুল’ তথ্য দেওয়া আছে সে বিষয়ে বাংলাদেশের আপত্তি দেশটির সরকারকে জানানো হবে। আজ মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
এ ধরনের প্রতিবেদন তৈরির সময় বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাষ্ট্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য মার্কিনিরা প্রতিশ্রুতি দিয়েছিল জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এটি প্রতিবেদনের একটি বড় দুর্বলতা।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
যেসব নাগরিক সংগঠনের রাজনৈতিক ইতিহাস ও রাজনৈতিক পরিচয় আছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়ে থাকলে, নিরপেক্ষতার মাপকাঠিতে প্রতিবেদনের গ্রহণযোগ্যতা হারিয়ে যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া অনিবন্ধিত সংগঠন থেকে তথ্য সংগ্রহ আইনসিদ্ধ নয় বলে প্রতিমন্ত্রী বলেন।
প্রতিবেদনে কিছু ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করেছে, এমন পর্যবেক্ষণ থাকায় মন্ত্রী মার্কিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, প্রতিবেদনে দেওয়া এমন পর্যবেক্ষণ সম্পর্কে শাহরিয়ার আলম বলেন, এ বিষয়ে সংশয় প্রকাশের নৈতিক অধিকার একটি বন্ধুরাষ্ট্রের নেই।
প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশ সরকার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আরোপ করছে। তাদের শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিত বাধা দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, ২০১৮ সালের যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বহাল আছে, তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। ব্যালট বাক্স নিজেরাই ভর্তি করা, ভোটার ও প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হেনস্তা করা এবং অস্বচ্ছ প্রক্রিয়ার জন্য নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে আছে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৫ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৬ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৭ ঘণ্টা আগে