পাবজি-ফ্রি ফায়ার বন্ধে ব্যবস্থা নিতে অপারেটরদের বিটিআরসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাবজি, ফ্রি ফায়ারসহ অন্যান্য ক্ষতিকর অনলাইন গেম বন্ধের জন্য বিটিআরসির লাইসেন্সধারী অপারেটরদের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। 

আজ বুধবার বিআরটিসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো.  গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এসব অনলাইন গেম বন্ধের জন্য সকল মোবাইল অপারেটর, আইআইজি অপারেটর, আইএসপি এবং নিক্স অপারেটরের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ বিটিআরসির লাইসেন্সধারী সকল অপারেটরের সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায়, বিটিআরসির লাইসেন্সধারী অপারেটর এবং অপারেটরদের বিভিন্ন সংগঠনের প্রধানদের এ বিষয়ে হাইকোর্টের আদেশ পালনের জন্য বলা হয়।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আদালতের নির্দেশনা পাওয়ার পর ক্ষতিকর গেমস বন্ধের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করব। তারা যে সব অ্যাপস বা গেমসের কথা বলেছেন সেগুলো খুব দ্রুতই বন্ধ করা হবে। অ্যাপস গুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফ্রি ফায়ার ও পাবজি গেমস সবার আগে বন্ধ করা হবে। পর্যায়ক্রমে  নির্দেশনা অনুযায়ী অন্যান্য অ্যাপসের লিংক বন্ধ করা হবে। 

গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে তিন মাসের জন্য পাবজি, ফ্রি ফায়ারসহ  বিপজ্জনক সব গেম  বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। এই অনলাইন গেম এবং টিকটক, লাইকির মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে  চেয়ে রুল জারি করা হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এই রুলে বিবাদী করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত