নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্নস্থানে ২৩ বাসকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সকল বাস থেকে নগদ এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম।
সারওয়ার আলম জানান, আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এই সকল ভ্রাম্যমাণ আদালত ২৩টি বাসকে জরিমানা করেছে। তাদের কাছ থেকে এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময়ে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮২টি ডিজেল চালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করেন। ২৩টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে নয়টি বাসকে ডাম্পিং করা হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজ বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করেন। অভিযানের সময়ে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্নস্থানে ২৩ বাসকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই সকল বাস থেকে নগদ এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সারওয়ার আলম।
সারওয়ার আলম জানান, আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এই সকল ভ্রাম্যমাণ আদালত ২৩টি বাসকে জরিমানা করেছে। তাদের কাছ থেকে এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময়ে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮২টি ডিজেল চালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করেন। ২৩টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুর্নাবৃত্তির কারণে নয়টি বাসকে ডাম্পিং করা হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজ বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করেন। অভিযানের সময়ে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
২ ঘণ্টা আগেসরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুব
৩ ঘণ্টা আগেবাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মতামত জানতে ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে একটি জনমত জরিপ পরিচালিত হয়েছে। টেলিফোনে এই জরিপে অংশ নিয়েছেন দেশের আটটি বিভাগের ১ হাজার মানুষ।
৩ ঘণ্টা আগেগত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগে