নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ঢাকা ও এর আশপাশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলমান থাকবে। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব শহরে কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের সময় সকাল ৭টা থেকে ৬টা করা হলো, আর রাত ৮টা থেকে ৯টা করা হলো। এই সময় শিথিল থাকবে।
অন্যান্য জেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য জেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে স্ব স্ব জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম ও বিএনপি সব সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে।’
মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর থেকে এটা চলছে।’
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ঢাকা ও এর আশপাশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলমান থাকবে। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব শহরে কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের সময় সকাল ৭টা থেকে ৬টা করা হলো, আর রাত ৮টা থেকে ৯টা করা হলো। এই সময় শিথিল থাকবে।
অন্যান্য জেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য জেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে স্ব স্ব জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম ও বিএনপি সব সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে।’
মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর থেকে এটা চলছে।’
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৯ ঘণ্টা আগে