পুনরায় চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৩৫
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২৫

করোনার কারণে ঢাকা থেকে সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ ছিল। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর থেকে এই ট্রেন পুনরায় চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পুনরায় আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। 

ঢাকা থেকে সিরাজগঞ্জ এর উদ্দেশ্যে আগের মতোই ট্রেনটি প্রতিদিন চলাচল করবে। সপ্তাহে এক দিন বন্ধ থাকবে ট্রেনটি। 

গত লকডাউনের সময় সকল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। কিন্ত লকডাউন উঠে গেলে পর্যায়ক্রমে দেশের সকল ট্রেন চালু হলেও, চালু করা হয়নি সিরাজগঞ্জ এক্সপ্রেস। দীর্ঘদিন পরে এই রুটের ট্রেনটি আবারও চালু হলো। এর ফলে সিরাজগঞ্জ এর মানুষ ট্রেনে করে স্বল্প সময়ে ঢাকা আসতে পারবেন। 

এর আগে এই ট্রেন পুনরায় চালুর দাবিতে, সিরাজগঞ্জের মানুষ গত কয়েক মাস ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

ট্রেনটি পুনরায় চালুর অনুষ্ঠানে কমলাপুরে  উপস্থিত ছিলেন বাংলাদেশে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকা (ডিআরএম) সাদেকুর রহমানসহ রেলের বিভাগীয় কর্মকতারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত