২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২১: ৩৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৭ জনে। ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যুসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১০ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হন ২ হাজার ২৪২ জন। 

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩০২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৯ জন। 

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ২৪০ জন। তাদের মধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৩ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮২৭ জন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত