নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রভাবশালী ব্যক্তিদের চাপ উপেক্ষা করে বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রশংসা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। জাপার সাংসদেরা সাহসিকতার সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসার জন্য এ ধন্যবাদ জানান।
সোমবার জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এমন কথা বলেন। আলোচনা শেষে বিলটি সংসদে পাসের প্রস্তাব করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
বুড়িগঙ্গা নদীর তীরভূমি উদ্ধারে নৌ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বুড়িগঙ্গা নদীর দখলদারদের মধ্যে সরকারি দলের অনেকেই ছিল। তিনি তাদের সমস্ত কিছু উপেক্ষা করে অনেক স্থায়ী স্থাপনা ভেঙে সরকারের আয়ত্বে এনেছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন। আমরা শুধু সমালোচনা না, ভালো কাজের জন্য ধন্যবাদও দিয়ে থাকি।’
পীর ফজলুর রহমান বলেন, নৌ প্রতিমন্ত্রী বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে অন্তত সাহসের পরিচয় দিয়েছেন এবং সততার সঙ্গে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এত কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে, এটা যেন আর দখল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। একসময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গত ১৩ বছরে ২৬টি ঈদ হয়েছে। আমরা যারা সড়ক ও বিমানে বাড়ি গিয়েছি কয়েক গুণ বেশি ভাড়া দিয়েছি এবং যানজটে পড়েছি। বিকল্প সমাধান অধিকসংখ্যক বিমানবন্দর ও নৌচ্যানেল তৈরি করা। বর্তমান নৌ প্রতিমন্ত্রী অনেকগুলো নৌ চ্যানেল বের করেছেন, উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন। তবে এটা আরও অনেক গুণ প্রয়োজন।
২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা নদীবন্দর এলাকার অধীনে ২১০ দশমিক ৫৭ একর ও নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকার অধীনে ৯০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।
প্রভাবশালী ব্যক্তিদের চাপ উপেক্ষা করে বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রশংসা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। জাপার সাংসদেরা সাহসিকতার সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসার জন্য এ ধন্যবাদ জানান।
সোমবার জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এমন কথা বলেন। আলোচনা শেষে বিলটি সংসদে পাসের প্রস্তাব করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
বুড়িগঙ্গা নদীর তীরভূমি উদ্ধারে নৌ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বুড়িগঙ্গা নদীর দখলদারদের মধ্যে সরকারি দলের অনেকেই ছিল। তিনি তাদের সমস্ত কিছু উপেক্ষা করে অনেক স্থায়ী স্থাপনা ভেঙে সরকারের আয়ত্বে এনেছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন। আমরা শুধু সমালোচনা না, ভালো কাজের জন্য ধন্যবাদও দিয়ে থাকি।’
পীর ফজলুর রহমান বলেন, নৌ প্রতিমন্ত্রী বুড়িগঙ্গার দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে অন্তত সাহসের পরিচয় দিয়েছেন এবং সততার সঙ্গে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এত কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে, এটা যেন আর দখল না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। একসময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গত ১৩ বছরে ২৬টি ঈদ হয়েছে। আমরা যারা সড়ক ও বিমানে বাড়ি গিয়েছি কয়েক গুণ বেশি ভাড়া দিয়েছি এবং যানজটে পড়েছি। বিকল্প সমাধান অধিকসংখ্যক বিমানবন্দর ও নৌচ্যানেল তৈরি করা। বর্তমান নৌ প্রতিমন্ত্রী অনেকগুলো নৌ চ্যানেল বের করেছেন, উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন। তবে এটা আরও অনেক গুণ প্রয়োজন।
২০১৯ সালের ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা নদীবন্দর এলাকার অধীনে ২১০ দশমিক ৫৭ একর ও নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকার অধীনে ৯০ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে।
গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সভাপতি বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ, ইত্যাদির
২৭ মিনিট আগেসুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির কর্মিসভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত এক আদেশে গত সোমবার...
১ ঘণ্টা আগেপ্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। আগামীকাল বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ...
১ ঘণ্টা আগেগুম সংক্রান্ত কমিশনে ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
২ ঘণ্টা আগে