নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান সংসদে সরকারি দল ও বিরোধী দল একাকার। তাই জনগণের যে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ সেটি ঘটাতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
হারুনুর বলেছেন, জাতীয় সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমান জাতীয় সংসদ, আমরা এখানে সরকারি দল, বিরোধী দল এই অভিন্ন মত একাকার হয়ে গেছি। আমাদের পাশে বিরোধী দলের সদস্যরা রয়েছেন। উনারাই বলছেন, আমরা কাগজে-কলমে বিরোধী দল। ২০১৮ সালের নির্বাচনে যেখানে লাঙল ছিল সেখানে নৌকা নাই। যেখানে নৌকা ছিল সেখানে লাঙল নাই। তাদের দায়বদ্ধতা আছে। সত্যিকার অর্থে জনগণের যে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ সেটি ঘটাতে পারছে না।
হারুনুর রশীদ বলেন, পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক সংকট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয় নাই। আমাদের একপক্ষের পরাজয়ের মধ্য দিয়ে অন্যপক্ষ জয়ী হয়েছে। আর ভবিষ্যতে কী হবে আমি বলতে পারব না। সত্যিকার অর্থে আজকে আমাদের জাতীয় একটি বিরাট সংকট। উচ্চশিক্ষাঙ্গন থেকে বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এবং ওই উচ্চশিক্ষাঙ্গণ থেকে জাতীয় নেতাও তৈরি হয়। কিন্তু আজকে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে কিন্তু আজকে নেতা তৈরি হচ্ছে না উচ্চশিক্ষাঙ্গন থেকে। কারণ সেখানে রাজনীতি নাই, রাজনীতির চর্চা নাই। আজকে জাতি একটা গভীর সংকটের মধ্যে পড়েছে। অবশ্যই রাজনীতি চর্চায় আমাদের ফিরে আসতে হবে। বিরোধী দলকে আজকে রাজনৈতিক কথা বলার সুযোগ দিতে হবে।
হারুনুর রশীদ বলেন, যারা সামনের দিনে দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে সেই মানুষগুলো আমরা তৈরি করতে পারছি না। যোগ্য মানুষ তৈরির জন্য প্রয়োজন অনুভব করছি না। প্রয়োজন যুগোপযোগী জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের শিক্ষা পরিকল্পনা মোটেও যুগোপযোগী নয়। কোনো প্রচেষ্টা বা উদ্যোগ আমরা দেখছি না। একটা দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য লক্ষ্য নির্ধারণ, কার্যকর পদক্ষেপ যদি আমরা নিতে না পারি বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা বড় রকমের ক্ষতির মুখে পড়ব।
রাজনৈতিক প্রশাসনিক সর্বস্তরে মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আশঙ্কাজনকভাবে দুর্নীতির ভয়াবহ বিস্তার। শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন নিয়োগে প্রশ্নপত্র ফাঁস। এমসিকিউ পদ্ধতির মাধ্যমে জনশূন্য প্রজন্মের বিস্তৃতি শিক্ষা ব্যবস্থাকে দেউলিয়া থেকে আরও দেউলিয়ার দিকে আমরা নিয়ে যাচ্ছি। জাতি হিসেবে আমরা সব দিক থেকেই যেন একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই কথাগুলো বললে, আমাদের সরকার দলীয় সদস্যরা অনেকে কষ্ট পাবেন। সত্য সত্যিকার অর্থেই বড়ই কঠিন।
সংবিধানের একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, এখন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগেও দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার রূপকল্প-২০৪১ সাল পর্যন্ত রয়েছে, দরকার কী নির্বাচনের নামে এ ধরনের প্রহসন? নির্বাচনের নামে এই ধরনের হানাহানি সংঘাত খুনোখুনি দরকার কী? আমার নির্বাচনী এলাকায় আগামী ৩০ তারিখ পৌরসভা নির্বাচন রয়েছে। কিছুক্ষণ আগে খবর পেলাম সেখানে স্বতন্ত্র প্রার্থীদের অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী কী কাজ করে? দায়িত্ব কী?
হারুনুর রশীদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে সর্বদা গালিগালাজ করছি নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে কথা বলছি। কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে সংবিধানে পরিষ্কারভাবে যে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে রাষ্ট্র, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সকলেই যে নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করবে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ যদি সহযোগিতা না করে আমি কীভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারব?
হারুনুর রশীদ বলেন, আজকে যারা বিনা ভোটে, নির্বাচন কমিশন যাদেরকে নির্বাচিত ঘোষণা করছে তাদেরকে আমি কী বলব? অনির্বাচিত বলব? না নির্বাচিত বলব? তারা তো নিশ্চয়ই বিনা ভোটে নির্বাচিত। এই সংবিধান আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ১১ অনুচ্ছেদে যে যারা সেখানে ভোটার তাদের মাধ্যমে নির্বাচিত করতে হবে স্থানীয় প্রতিনিধিদের। কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যর্থ। এই ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থেই ব্যর্থ। তৃণমূল পর্যায়ের একটি ইউনিয়ন পরিষদে এই বছরে তৃতীয় ধাপের নির্বাচন আগামী ৩০ তারিখ অনুষ্ঠিত হবে। এ যাবৎ গণমাধ্যমে যে তথ্য এসেছে ৩০০ / ৪০০ অধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ও গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তাদেরকে কে নির্বাচিত করল? কে তাদেরকে মনোনীত করল? তারা কীভাবে জনগণের দায়িত্ব পালন করবে? এই কথাগুলো বলতে গেলে মাননীয় সরকারি দলের সদস্যরা আমাদেরকে বাধা দিচ্ছেন।
এই সংসদ সদস্য বলেন, আমাদেরকে বিভিন্নভাবে উপহাস করছেন, তুচ্ছতাচ্ছিল্য করছেন। আমাদের দেশের এখন পঞ্চাশ বছর পূর্তি। আজকে চিন্তা করতে হবে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে নির্বাচন কমিশন বলি, আইন বিভাগ বলি, বিচার বিভাগই বলি আর আইন প্রয়োগকারী সংস্থাগুলি কথাই বলি এদের প্রতি জনগণের আস্থা বেড়েছে? না আস্থা কমে গেছে? এই সমস্ত প্রতিষ্ঠানগুলির প্রতি জনগণের আস্থা একেবারে তলানিতে চলে গেছে। আজকে যখন শুনি আইনপ্রয়োগকারী সংস্থা মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলা দেয়। রাজনৈতিক হাজার হাজার মামলা আজকে রয়েছে।
বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, আজকে আমরা আমাদের বিবেক, আমাদের মনুষত্বকে হারিয়ে ফেলেছি। আমাদের বিবেক, মনুষত্বকে জাগ্রত করতে হবে। সত্য যা সেটি আমাদেরকে বলতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ, এটি আমরা বিশ্বাস করি। অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হবে। কিন্তু আজকে আমাদের এই ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়ে গেছে। আমাদের গণতন্ত্রের সংকট, আমাদের আইনের সুশাসনের সংকট, আমাদের মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটছে এই সমস্ত সংকট থেকে জাতিকে মুক্ত করতে গেলে অবশ্যই জাতীয় ঐকমত্যের দরকার।
বর্তমান সংসদে সরকারি দল ও বিরোধী দল একাকার। তাই জনগণের যে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ সেটি ঘটাতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
হারুনুর বলেছেন, জাতীয় সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমান জাতীয় সংসদ, আমরা এখানে সরকারি দল, বিরোধী দল এই অভিন্ন মত একাকার হয়ে গেছি। আমাদের পাশে বিরোধী দলের সদস্যরা রয়েছেন। উনারাই বলছেন, আমরা কাগজে-কলমে বিরোধী দল। ২০১৮ সালের নির্বাচনে যেখানে লাঙল ছিল সেখানে নৌকা নাই। যেখানে নৌকা ছিল সেখানে লাঙল নাই। তাদের দায়বদ্ধতা আছে। সত্যিকার অর্থে জনগণের যে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংসদ সেটি ঘটাতে পারছে না।
হারুনুর রশীদ বলেন, পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক সংকট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয় নাই। আমাদের একপক্ষের পরাজয়ের মধ্য দিয়ে অন্যপক্ষ জয়ী হয়েছে। আর ভবিষ্যতে কী হবে আমি বলতে পারব না। সত্যিকার অর্থে আজকে আমাদের জাতীয় একটি বিরাট সংকট। উচ্চশিক্ষাঙ্গন থেকে বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এবং ওই উচ্চশিক্ষাঙ্গণ থেকে জাতীয় নেতাও তৈরি হয়। কিন্তু আজকে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে কিন্তু আজকে নেতা তৈরি হচ্ছে না উচ্চশিক্ষাঙ্গন থেকে। কারণ সেখানে রাজনীতি নাই, রাজনীতির চর্চা নাই। আজকে জাতি একটা গভীর সংকটের মধ্যে পড়েছে। অবশ্যই রাজনীতি চর্চায় আমাদের ফিরে আসতে হবে। বিরোধী দলকে আজকে রাজনৈতিক কথা বলার সুযোগ দিতে হবে।
হারুনুর রশীদ বলেন, যারা সামনের দিনে দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে সেই মানুষগুলো আমরা তৈরি করতে পারছি না। যোগ্য মানুষ তৈরির জন্য প্রয়োজন অনুভব করছি না। প্রয়োজন যুগোপযোগী জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের শিক্ষা পরিকল্পনা মোটেও যুগোপযোগী নয়। কোনো প্রচেষ্টা বা উদ্যোগ আমরা দেখছি না। একটা দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য লক্ষ্য নির্ধারণ, কার্যকর পদক্ষেপ যদি আমরা নিতে না পারি বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা বড় রকমের ক্ষতির মুখে পড়ব।
রাজনৈতিক প্রশাসনিক সর্বস্তরে মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আশঙ্কাজনকভাবে দুর্নীতির ভয়াবহ বিস্তার। শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন নিয়োগে প্রশ্নপত্র ফাঁস। এমসিকিউ পদ্ধতির মাধ্যমে জনশূন্য প্রজন্মের বিস্তৃতি শিক্ষা ব্যবস্থাকে দেউলিয়া থেকে আরও দেউলিয়ার দিকে আমরা নিয়ে যাচ্ছি। জাতি হিসেবে আমরা সব দিক থেকেই যেন একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই কথাগুলো বললে, আমাদের সরকার দলীয় সদস্যরা অনেকে কষ্ট পাবেন। সত্য সত্যিকার অর্থেই বড়ই কঠিন।
সংবিধানের একটি প্রস্তাবনা তুলে ধরে বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, এখন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগেও দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার রূপকল্প-২০৪১ সাল পর্যন্ত রয়েছে, দরকার কী নির্বাচনের নামে এ ধরনের প্রহসন? নির্বাচনের নামে এই ধরনের হানাহানি সংঘাত খুনোখুনি দরকার কী? আমার নির্বাচনী এলাকায় আগামী ৩০ তারিখ পৌরসভা নির্বাচন রয়েছে। কিছুক্ষণ আগে খবর পেলাম সেখানে স্বতন্ত্র প্রার্থীদের অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী কী কাজ করে? দায়িত্ব কী?
হারুনুর রশীদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে সর্বদা গালিগালাজ করছি নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে কথা বলছি। কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে সংবিধানে পরিষ্কারভাবে যে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে রাষ্ট্র, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সকলেই যে নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করবে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ যদি সহযোগিতা না করে আমি কীভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারব?
হারুনুর রশীদ বলেন, আজকে যারা বিনা ভোটে, নির্বাচন কমিশন যাদেরকে নির্বাচিত ঘোষণা করছে তাদেরকে আমি কী বলব? অনির্বাচিত বলব? না নির্বাচিত বলব? তারা তো নিশ্চয়ই বিনা ভোটে নির্বাচিত। এই সংবিধান আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ১১ অনুচ্ছেদে যে যারা সেখানে ভোটার তাদের মাধ্যমে নির্বাচিত করতে হবে স্থানীয় প্রতিনিধিদের। কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যর্থ। এই ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থেই ব্যর্থ। তৃণমূল পর্যায়ের একটি ইউনিয়ন পরিষদে এই বছরে তৃতীয় ধাপের নির্বাচন আগামী ৩০ তারিখ অনুষ্ঠিত হবে। এ যাবৎ গণমাধ্যমে যে তথ্য এসেছে ৩০০ / ৪০০ অধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ও গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তাদেরকে কে নির্বাচিত করল? কে তাদেরকে মনোনীত করল? তারা কীভাবে জনগণের দায়িত্ব পালন করবে? এই কথাগুলো বলতে গেলে মাননীয় সরকারি দলের সদস্যরা আমাদেরকে বাধা দিচ্ছেন।
এই সংসদ সদস্য বলেন, আমাদেরকে বিভিন্নভাবে উপহাস করছেন, তুচ্ছতাচ্ছিল্য করছেন। আমাদের দেশের এখন পঞ্চাশ বছর পূর্তি। আজকে চিন্তা করতে হবে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে নির্বাচন কমিশন বলি, আইন বিভাগ বলি, বিচার বিভাগই বলি আর আইন প্রয়োগকারী সংস্থাগুলি কথাই বলি এদের প্রতি জনগণের আস্থা বেড়েছে? না আস্থা কমে গেছে? এই সমস্ত প্রতিষ্ঠানগুলির প্রতি জনগণের আস্থা একেবারে তলানিতে চলে গেছে। আজকে যখন শুনি আইনপ্রয়োগকারী সংস্থা মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নাশকতার মামলা দেয়। রাজনৈতিক হাজার হাজার মামলা আজকে রয়েছে।
বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, আজকে আমরা আমাদের বিবেক, আমাদের মনুষত্বকে হারিয়ে ফেলেছি। আমাদের বিবেক, মনুষত্বকে জাগ্রত করতে হবে। সত্য যা সেটি আমাদেরকে বলতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ, এটি আমরা বিশ্বাস করি। অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হবে। কিন্তু আজকে আমাদের এই ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়ে গেছে। আমাদের গণতন্ত্রের সংকট, আমাদের আইনের সুশাসনের সংকট, আমাদের মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটছে এই সমস্ত সংকট থেকে জাতিকে মুক্ত করতে গেলে অবশ্যই জাতীয় ঐকমত্যের দরকার।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
১২ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
১২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১৫ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১৬ ঘণ্টা আগে