Ajker Patrika

কাতারে আন্তর্জাতিক ভারোত্তলন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৪
কাতারে আন্তর্জাতিক ভারোত্তলন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশনের (আইডব্লিউএফ) দ্বিতীয় গ্র্যান্ড প্রিক্সে গতকাল বুধবার প্রতিযোগীদের খেলা দেখলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, ভারোত্তলন প্রতিযোগিতা শেষে খেলোয়াড় ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান ছাড়াও কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা, কাতারি ও আরব এশিয়ান ভারোত্তলন ফেডারেশনের সভাপতি নায়েফ সালেহ আল বাকরি, ইয়েমেনের যুব ও ক্রীড়ামন্ত্রী খালেদ আল এবং ইয়েমেনি অলিম্পিক কমিটির প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসের আবদুল্লাহ আল হাজরি উপস্থিত ছিলেন। 

 ২০২৪ সালের প্যারিসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আইডব্লিউএফের দ্বিতীয় গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় ৩৮২ জন প্রতিযোগী অংশ নেন। সেনাবাহিনীর প্রধান ১২ ডিসেম্বর কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে কাতারে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত