নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগস্ট মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, নির্যাতন, তাদের পরিচয়ে অপহরণ, রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলা, পুলিশি বলপ্রয়োগের ঘটনা বন্ধ হয়নি। রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা বেড়েই চলেছে।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে সংস্থাটির সভাপতি সুলতানা কামালের পক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকসহ অন্যদেরও পেশাগত দায়িত্ব পালনে হুমকি, শারীরিক নির্যাতন ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার ও ভুক্তভোগীদের জন্য সুবিচারের দাবি জানাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন। এ ঘটনায় অপর পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় গুরুতরভাবে আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছয়টি ঘটনায় ১৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে নয়জন বিএনপি নেতা-কর্মী, দুজন জামাত শিবিরের কর্মী ও ৪ জন চিকিৎসক রয়েছেন। তুলে নেওয়ার পর তাদের কোনো না কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার এড়াতে ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এমএসএফ মনে করে, অপহরণ ও নিখোঁজের নামে অপতৎপরতাগুলো গুরুতর অপরাধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন, যা ঠেকানোর দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ নিয়ে নাগরিক জীবনে চরম উৎকণ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্রমাগত আস্থাহীনতা বেড়ে যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে। প্রতিদিনই পাল্টাপাল্টি কর্মসূচি থাকছে। ফলে এসব রাজনৈতিক কর্মসূচি ঘিরে হামলা-মামলা ও সংঘাতের ঘটনা চলেছে। বেড়েছে সহিংসতা, রাজনৈতিক হয়রানিমূলক মামলাও।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী আগস্টে ২৮টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫টি এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তিনটি মামলা করেছে। ২৮টি রাজনৈতিক মামলার মধ্যে ১৪টি বিএনপির, ১০টি জামায়াত ইসলামি বাংলাদেশ ও চারটি মামলা বিএনপি ও জামায়াত ইসলামি বাংলাদেশের বিরুদ্ধে যুক্তভাবে করা হয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক ২৮টি মামলায় ৪ হাজার ২২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। যাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭৬৭ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩ হাজার ৪৫৯ জনকে। এ সকল মামলার মধ্যে সংবাদমাধ্যমে পাঁচটি মামলার সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।
আগস্ট মাসে গণমাধ্যমে সূত্র অনুযায়ী, রাজনৈতিক সহিংসতা ও সভা সমাবেশে বাধার ৩৪টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৫৮৩ জন। তাদের মধ্যে ৫৭৯ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে তিনজন ক্ষমতাসীন দলের কর্মী এবং একজন বিএনপির কর্মী।
এমএসএফ জানিয়েছে, সংশোধিত সাইবার নিরাপত্তা আইনের পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে, সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকসহ মুক্তচিন্তার মানুষকে তাঁর মতামত প্রকাশে বাধাগ্রস্ত করা, ভয় দেখানো, হয়রানি, নির্বিচার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই আইনটি ব্যবহার করা হতে পারে।
আগস্ট মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচটি মামলায় একজন কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে। বাকিটিতে বরগুনায় দুই জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে প্রকাশিত সংবাদের জন্য।
এমএসএফ বলছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাদের যেভাবে শারীরিকভাবে আক্রমণ, হয়রানি, হুমকি ও লাঞ্ছিত করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত নয় বরং বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল। সংস্থাটি বলছে, আগস্টে ৪০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
আগস্ট মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, নির্যাতন, তাদের পরিচয়ে অপহরণ, রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলা, পুলিশি বলপ্রয়োগের ঘটনা বন্ধ হয়নি। রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা বেড়েই চলেছে।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে সংস্থাটির সভাপতি সুলতানা কামালের পক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকসহ অন্যদেরও পেশাগত দায়িত্ব পালনে হুমকি, শারীরিক নির্যাতন ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার ও ভুক্তভোগীদের জন্য সুবিচারের দাবি জানাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন। এ ঘটনায় অপর পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় গুরুতরভাবে আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছয়টি ঘটনায় ১৫ জনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে নয়জন বিএনপি নেতা-কর্মী, দুজন জামাত শিবিরের কর্মী ও ৪ জন চিকিৎসক রয়েছেন। তুলে নেওয়ার পর তাদের কোনো না কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার এড়াতে ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এমএসএফ মনে করে, অপহরণ ও নিখোঁজের নামে অপতৎপরতাগুলো গুরুতর অপরাধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন, যা ঠেকানোর দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ নিয়ে নাগরিক জীবনে চরম উৎকণ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্রমাগত আস্থাহীনতা বেড়ে যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে। প্রতিদিনই পাল্টাপাল্টি কর্মসূচি থাকছে। ফলে এসব রাজনৈতিক কর্মসূচি ঘিরে হামলা-মামলা ও সংঘাতের ঘটনা চলেছে। বেড়েছে সহিংসতা, রাজনৈতিক হয়রানিমূলক মামলাও।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী আগস্টে ২৮টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫টি এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তিনটি মামলা করেছে। ২৮টি রাজনৈতিক মামলার মধ্যে ১৪টি বিএনপির, ১০টি জামায়াত ইসলামি বাংলাদেশ ও চারটি মামলা বিএনপি ও জামায়াত ইসলামি বাংলাদেশের বিরুদ্ধে যুক্তভাবে করা হয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক ২৮টি মামলায় ৪ হাজার ২২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। যাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭৬৭ জনের এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩ হাজার ৪৫৯ জনকে। এ সকল মামলার মধ্যে সংবাদমাধ্যমে পাঁচটি মামলার সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।
আগস্ট মাসে গণমাধ্যমে সূত্র অনুযায়ী, রাজনৈতিক সহিংসতা ও সভা সমাবেশে বাধার ৩৪টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৫৮৩ জন। তাদের মধ্যে ৫৭৯ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে তিনজন ক্ষমতাসীন দলের কর্মী এবং একজন বিএনপির কর্মী।
এমএসএফ জানিয়েছে, সংশোধিত সাইবার নিরাপত্তা আইনের পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে, সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকসহ মুক্তচিন্তার মানুষকে তাঁর মতামত প্রকাশে বাধাগ্রস্ত করা, ভয় দেখানো, হয়রানি, নির্বিচার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই আইনটি ব্যবহার করা হতে পারে।
আগস্ট মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচটি মামলায় একজন কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে। বাকিটিতে বরগুনায় দুই জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে প্রকাশিত সংবাদের জন্য।
এমএসএফ বলছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাদের যেভাবে শারীরিকভাবে আক্রমণ, হয়রানি, হুমকি ও লাঞ্ছিত করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত নয় বরং বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করার শামিল। সংস্থাটি বলছে, আগস্টে ৪০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রোববার রাতে অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
১২ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে