নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে কাজের জন্য গিয়েছিলেন বাংলাদেশি এক নারী। সেখানে একাধিকবার মালিকের হাতে যৌন নির্যাতনের শিকার হন তিনি। শনিবার (১০ জুলাই) বিকেলে তিনি রামপুরা থানায় মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় মামলা করেছেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাহায্য চেয়েছিলেন। মন্ত্রণালয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। ওই নারীর অভিযোগ, আসামিরা তাঁকে নানাভাবে চাপ দিচ্ছে।
মামলা সূত্রে এবং ওই নারীর অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি মরিশাসে পৌঁছান। ফায়ার মাউন্ট টেক্সটাইল কোম্পানিতে হেলপার হিসেবে কাজ শুরু করেন। তবে ঠিকমতো বেতন দেওয়া হতো না। প্রতিষ্ঠানের কর্মীদের ক্যানটিন পরিচালনা করেন বাংলাদেশি মোহাম্মদ শাহ আলম (৪৩)। তাঁর বাড়ি ফেনী। এই শাহ আলম এবং তাঁর সহযোগী ফুরকান, সিদ্দিক ও আসলাম একদিন ওই নারীকে বলেন, কোম্পানির মালিক তাঁকে পছন্দ করেন। মালিকের সঙ্গে থাকলে তাঁর লাভ হবে। এমন প্রস্তাবে তিনি রাজি হননি। কিন্তু এরপর থেকে শাহ আলম ভয়ভীতি দেখাতে শুরু করেন। একদিন বলেন, মালিকের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ গেছে। মালিকের সঙ্গে দেখা করতে হবে। এই বলে তাঁকে ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কোহলির বাসায় নিয়ে যান শাহ আলম। মালিকের কক্ষে তাঁকে রেখে তিনি চলে যান। আর সেদিনই কোম্পানির মালিক তাঁকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, এরপর সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শাহ আলম ও কোম্পানির মালিক তাঁকে প্রায়ই ধর্ষণ করতেন। একদিন শাহ আলম তাঁকে মালিকের বন্ধুর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি না হলে আবার নির্যাতন শুরু হয়। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মরিশাসের একটি হাসপাতালে গর্ভপাত করান। এরপর তাঁকে দেশে ফেরত পাঠানোর শর্তে তাঁর বাবাকে মরিশাসে আনার কথা বলা হয়।
ওই নারী জানান, এর আগে তাঁর বাবা বিদেশে কাজের জন্য রিক্রুটিং এজেন্সি মেসার্স গোলাম রাব্বি ইন্টারন্যাশনালে (আর. এল-১০৭৮) গেলে বয়স বেশি বলে তাঁকে অযোগ্য বলা হয়। এর পরিবর্তে মেয়েকে মরিশাস পাঠানোর পরামর্শ দেয়। ২৮ হাজার টাকা মাসিক বেতনের কথা বলে আরেকটি রিক্রুটিং এজেন্সি মেসার্স এম আক্তার অ্যান্ড সন্সের মাধ্যমে তাঁকে মরিশাসে পাঠানো হয়। নির্যাতনের ঘটনার পর কোনো অভিযোগ না করার শর্তে গত বছরের নভেম্বরে তাঁর বাবাকে মরিশাসের ওই কোম্পানিতে আনা হয় এবং তাঁকে দেশে পাঠানোর কথা বলা হয়। বাবা সেখানে পৌঁছানোর পর শাহ আলম তাঁকে বিমানবন্দরে নিয়ে গিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠিয়ে দেন। দেশে এসে অভিযোগ করার পর মরিশাসে তাঁর বাবাকেও নজরবন্দী করে রাখা হয়েছে। নানাভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে।
দেশে ফেরার তিন দিনের মাথায় রাতের অন্ধকারে আত্মহত্যার করার চেষ্টা করেছিলেন বলে জানান ওই নারী। কিন্তু তাঁর বোন দেখে ফেলে তাঁকে নিবৃত্ত করেন। বড় বোনকে সব খুলে বলেন। এরপর তাঁরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করলে ব্র্যাকের পক্ষ থেকে তাঁকে চিকিৎসাসহ কাউন্সেলিং সহায়তা দেওয়া হয়।
ওই নারীর দাবি, মরিশাসের ওই কোম্পানিতে ৬ শরও বেশি বাংলাদেশি নারী কাজ করেন। তাঁদের মধ্যে পছন্দের নারীদের টার্গেট করে দেহ ব্যবসায় বাধ্য করেন শাহ আলম, ফুরকান, সিদ্দিক ও আসলাম। ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কোহলি প্রায়ই নারীদের নিপীড়ন করেন।
বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনে এই খবর প্রকাশের পর মরিশাসের কয়েকটি গণমাধ্যমও সংবাদটি প্রকাশ করে। এরপর অভিযুক্তরা ভুক্তভোগীদের নানাভাবে সমঝোতার প্রস্তাব দিচ্ছে বলে গণমাধ্যমে খবরে জানানো হয়েছে।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ ব্যাপারে বলেন, ভুক্তভোগী ওই নারী যে বর্ণনা দিয়েছেন তা ভয়াবহ। বিদেশে কাজের কথা বলে কাউকে যৌন নিপীড়ন করা বা দেহ ব্যবসায় বাধ্য করানো মানবপাচারের মধ্যে পড়ে। মরিশাস এবং বাংলাদেশ সরকারের উচিত যৌথভাবে এই ঘটনার তদন্ত করা। আশা করছি, মন্ত্রণালয় ও দূতাবাস এ ব্যাপারে উদ্যোগী হবে।
পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে কাজের জন্য গিয়েছিলেন বাংলাদেশি এক নারী। সেখানে একাধিকবার মালিকের হাতে যৌন নির্যাতনের শিকার হন তিনি। শনিবার (১০ জুলাই) বিকেলে তিনি রামপুরা থানায় মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় মামলা করেছেন। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাহায্য চেয়েছিলেন। মন্ত্রণালয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। ওই নারীর অভিযোগ, আসামিরা তাঁকে নানাভাবে চাপ দিচ্ছে।
মামলা সূত্রে এবং ওই নারীর অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি মরিশাসে পৌঁছান। ফায়ার মাউন্ট টেক্সটাইল কোম্পানিতে হেলপার হিসেবে কাজ শুরু করেন। তবে ঠিকমতো বেতন দেওয়া হতো না। প্রতিষ্ঠানের কর্মীদের ক্যানটিন পরিচালনা করেন বাংলাদেশি মোহাম্মদ শাহ আলম (৪৩)। তাঁর বাড়ি ফেনী। এই শাহ আলম এবং তাঁর সহযোগী ফুরকান, সিদ্দিক ও আসলাম একদিন ওই নারীকে বলেন, কোম্পানির মালিক তাঁকে পছন্দ করেন। মালিকের সঙ্গে থাকলে তাঁর লাভ হবে। এমন প্রস্তাবে তিনি রাজি হননি। কিন্তু এরপর থেকে শাহ আলম ভয়ভীতি দেখাতে শুরু করেন। একদিন বলেন, মালিকের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ গেছে। মালিকের সঙ্গে দেখা করতে হবে। এই বলে তাঁকে ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কোহলির বাসায় নিয়ে যান শাহ আলম। মালিকের কক্ষে তাঁকে রেখে তিনি চলে যান। আর সেদিনই কোম্পানির মালিক তাঁকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, এরপর সেই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শাহ আলম ও কোম্পানির মালিক তাঁকে প্রায়ই ধর্ষণ করতেন। একদিন শাহ আলম তাঁকে মালিকের বন্ধুর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি না হলে আবার নির্যাতন শুরু হয়। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মরিশাসের একটি হাসপাতালে গর্ভপাত করান। এরপর তাঁকে দেশে ফেরত পাঠানোর শর্তে তাঁর বাবাকে মরিশাসে আনার কথা বলা হয়।
ওই নারী জানান, এর আগে তাঁর বাবা বিদেশে কাজের জন্য রিক্রুটিং এজেন্সি মেসার্স গোলাম রাব্বি ইন্টারন্যাশনালে (আর. এল-১০৭৮) গেলে বয়স বেশি বলে তাঁকে অযোগ্য বলা হয়। এর পরিবর্তে মেয়েকে মরিশাস পাঠানোর পরামর্শ দেয়। ২৮ হাজার টাকা মাসিক বেতনের কথা বলে আরেকটি রিক্রুটিং এজেন্সি মেসার্স এম আক্তার অ্যান্ড সন্সের মাধ্যমে তাঁকে মরিশাসে পাঠানো হয়। নির্যাতনের ঘটনার পর কোনো অভিযোগ না করার শর্তে গত বছরের নভেম্বরে তাঁর বাবাকে মরিশাসের ওই কোম্পানিতে আনা হয় এবং তাঁকে দেশে পাঠানোর কথা বলা হয়। বাবা সেখানে পৌঁছানোর পর শাহ আলম তাঁকে বিমানবন্দরে নিয়ে গিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠিয়ে দেন। দেশে এসে অভিযোগ করার পর মরিশাসে তাঁর বাবাকেও নজরবন্দী করে রাখা হয়েছে। নানাভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে।
দেশে ফেরার তিন দিনের মাথায় রাতের অন্ধকারে আত্মহত্যার করার চেষ্টা করেছিলেন বলে জানান ওই নারী। কিন্তু তাঁর বোন দেখে ফেলে তাঁকে নিবৃত্ত করেন। বড় বোনকে সব খুলে বলেন। এরপর তাঁরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করলে ব্র্যাকের পক্ষ থেকে তাঁকে চিকিৎসাসহ কাউন্সেলিং সহায়তা দেওয়া হয়।
ওই নারীর দাবি, মরিশাসের ওই কোম্পানিতে ৬ শরও বেশি বাংলাদেশি নারী কাজ করেন। তাঁদের মধ্যে পছন্দের নারীদের টার্গেট করে দেহ ব্যবসায় বাধ্য করেন শাহ আলম, ফুরকান, সিদ্দিক ও আসলাম। ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কোহলি প্রায়ই নারীদের নিপীড়ন করেন।
বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনে এই খবর প্রকাশের পর মরিশাসের কয়েকটি গণমাধ্যমও সংবাদটি প্রকাশ করে। এরপর অভিযুক্তরা ভুক্তভোগীদের নানাভাবে সমঝোতার প্রস্তাব দিচ্ছে বলে গণমাধ্যমে খবরে জানানো হয়েছে।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ ব্যাপারে বলেন, ভুক্তভোগী ওই নারী যে বর্ণনা দিয়েছেন তা ভয়াবহ। বিদেশে কাজের কথা বলে কাউকে যৌন নিপীড়ন করা বা দেহ ব্যবসায় বাধ্য করানো মানবপাচারের মধ্যে পড়ে। মরিশাস এবং বাংলাদেশ সরকারের উচিত যৌথভাবে এই ঘটনার তদন্ত করা। আশা করছি, মন্ত্রণালয় ও দূতাবাস এ ব্যাপারে উদ্যোগী হবে।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৮ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
১১ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
১২ ঘণ্টা আগে